সৃষ্টির শ্রেষ্ঠ নেয়ামত প্রিয় নবী হযরত মুহাম্মদ

67

দক্ষিণ বাকলিয়া চরচাক্তাই আবু জাফর রোড বাই লেইনস্থ আঞ্চলিক নাগরিক কমিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। স্থানীয় বায়তুন নুর জামে মসজিদে (নয়া মসজিদ) খতিব মাওলানা ওয়াহিদুল হক সিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পূর্ব গুজরা মোহাম্মদীয়া সিনিয়র মাদরাসার আরবী প্রভাষক ও রাজাখালী মরহুম আলহাজ্ব আমির হোসেন সওদাগর জামে মসজিদের খতিব মাওলানা হারুনুর রশিদ আশরাফী। প্রধান ওয়েজ ছিলেন জামেয়া হাফিজুল উলুম আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক ও মিয়াখান নগর বেলোয়ার খাঁন জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ এহতেশামুল হক। বিশেষ বক্তা ছিলেন আল জামিয়াতুল আরবিয়া মোজাহেরুল উলুম মাদরাসার সিনিয়র শিক্ষক ও রাজাখালী বিশ্বরোড নিয়ামত নূর জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ উল­াহ মোজাফ্ফর। বক্তারা বলেন আল­াহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন যখন তোমরা আমার পক্ষ হতে কোন অনুগ্রহ প্রাপ্ত হও তখন তোমরা খুশি উদযাপন কর। ঈমানদারের কাছে রাসূলে করিম (দ:) এর সুভাগমন ও তাঁর উম্মত হওয়া ঈমানদারের জন্য শ্রেষ্ঠ নেয়ামত। তাই মুমিনগণ আল­াহর নির্দেশ মোতাবেক খুশি উদযাপন করেন। বক্তারা ঈদে মিলাদুন্নবী (দ:) চেতনাকে বুকে ধারণ করে রাসূলে করিম (দ:) এর সুমহান আদর্শ ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও সর্বক্ষেত্রে বাস্তবায়নের জন্য উদাত্ত আহবান জানান। এতে আঞ্চলিক নাগরিক কমিটির কর্মকর্তা ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর রেজাউল করিম, মোঃ হোসেন বাদশা, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ লিয়াকত আলী, মোঃ ইলিয়াস চৌধুরী, মোঃ আবদুন নুর, মোঃ আইয়ুব আলী, মোঃ জমির আহমদ, মোঃ আকতার, মোঃ শফিক, মোঃ আবদুচ সালাম ও মোঃ সাইফুল আলম প্রমুখ। মাহফিল সঞ্চালনা করেন হাফেজ মোঃ ইব্রাহীম ও মোঃ আবদুল হাই। শেষে বিশ্ব মানবতার শান্তি দেশ ও জাতির অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয় এবং মাহফিলে আগত সম্মানীত অতিথি ও শ্রোতা মন্ডলীর মাঝে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) তবারুক বিতরণ করা হয়।