সৃজামি সাংস্কৃতিক অঙ্গনের গীতি আলেখ্য পরিবেশনা

68

সৃজামি সাংস্কৃতিক অঙ্গন আয়োজিত ‘ঐক্যের সুরে বিশ্বজুড়ে, জীবনের জয়গান’ শীর্ষক তিনদিনের উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। সভায় বক্তব্য দেন রবীন্দ্র সংগীত শিল্পী শ্রেয়শী রায়, উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী পÐিত স্বর্ণময় চক্রবর্তী এবং উদীচি যশোর জেলা সংসদের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব। এরপর মঞ্চে অভ্যুদয় সংগীত অঙ্গন পরিবেশন করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক শিল্পী অজিত রায়ের সুরে কবিতা থেকে গান। সন্ধ্যা সাড়ে সাতটায় মিলনায়তনে সৃজামি পরিবেশন করে গণসংগীত: সময়ের প্রয়োজনে, নব আঙ্গিকে উপস্থাপনা। সবশেষে উদীচি যশোর জেলা সংসদ যশোর পরিবেশন করে গীতি আলেখ্য ‘অনেক পথ অনেক মত’।
সৃজামি সাংস্কৃতিক অংগন বিগত কয়েক বছর ধরে নিরন্তর পথ চলেছে ব্যক্তি ও সমষ্টি জীবনের দুঃখ, হতাশা, লাঞ্চনা, দ্ব›দ্ব-সংঘাত ও সমস্যার মূলোৎপাটনে প্রতিবাদ, প্রতিরোধ ও জাগরণের বারতা সম্বলিত সচেতনী সংগীত নিয়ে। আজ শনিবার বিকেল ৫টায় মুক্তমঞ্চে শুভেচ্ছা বক্তব্য দেবেন অতিথি শিল্পী অনুশ্রী চক্রবর্ত্তী, জেলা শিল্পকলা একাডেমীর সচিব মোসলীম উদ্দীন সিকদার, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল। দেশাত্মবোধক গান পরিবেশন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী জয়ন্তী লালা, সুজিত রায় এবং সৃজামির শিল্পী সংগীতা চক্রবর্ত্তী ও সঞ্চিতা চক্রবর্ত্তী। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীবৃন্দদের সম্মাননা স্মারক প্রদান শেষে সন্ধ্যে ৭টায় মূলমঞ্চে সংগীত শিল্পী বিপুল-অনুশ্রীর পরিবেশনায় প্রতিবাদের গান, ভালোবাসার গান উপভোগ করবেন দর্শকরা। রাত ৯টায় মূল মঞ্চে হবে সমাপনী অনুষ্ঠান। বিজ্ঞপ্তি