সূর্যের হাসি ক্লিনিক পরিদর্শনে ড. বদরুল হুদা

158

বিশ্ববিখ্যাত ই-লার্নিং বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, লেখক, বক্তা এবং পরামর্শক অধ্যাপক ড. বদরুল হুদা খান গত ৫ মার্চ পাঠানটুলী নজির ভান্ডারস্থ লেইনস্থ সূর্যের হাসি নেটওয়ার্কের মাদার বাড়ি ক্লিনিক পরিদর্শনে আসেন। এ সময় ক্লিনিকের ম্যানেজার দেবাশীষ কান্তি বিশ্বাস তাঁকে স্বাগত জানায় এবং ক্লিনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পরে তিনি ক্লিনিকের বিভিন্ন সেবা কক্ষ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও সেবা গ্রহণকারীদের সাথে সেবা বিষয়ে কথা বলে সন্তোষ প্রকাশ করেন। অত্যাবশকীয় সেবা বিষয়ের কিছু বিসিসি উপকরণ তাঁর হাতে তুলে দেয়া হয়। ক্লিনিকের সামনে তাঁর সাথে আসা ‘জীবনব্যাপি গণশিক্ষা জ্ঞানবাহন’ গাড়ীতে ই-লানিং টুলস হিসেবে এলইডি স্ক্রীনে শিক্ষামূলক ভিডিও প্রদর্শন করা হয়। ১৯৯৫ সালে তিনিই প্রথম শিক্ষার জন্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সম্ভাবনা চিহ্নিত করেন। ১৯৯৭ সালে তার বই ‘ওয়েব বেসড ইন্সট্রাকশন’ যুক্তরাষ্ট থেকে প্রকাশিত হয়, যেখানে তিনি ‘ওয়েব বেসড ইন্সট্রাকশন’ ধারনাটি বিশ্বে প্রথম নিয়ে আসেন। এই বইটি বেস্ট সেলার হিসেবে স্বীকৃতি লাভ করে এবং বিশ্বের প্রায় ৫০০ বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক ও রেফারেন্স গাইড হিসেবে ব্যবহৃত হয়। ড. খান এই বইটিতে শিক্ষাক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন যার ফলে লেখাপড়ায় ওয়েবের জনপ্রিয়তা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেতে থাকে যা পরবর্তী মডার্ণ ই-লার্নিংয়ের পথ সুগম করে দেয়। ক্লিনিক পরিদর্শনের সময় সাথে ছিলেন উন্নয়ন সংস্থা নিষ্কৃতির প্রধান নির্বাহী কবি খুরশীদ আনোয়ার, চ্যানেল আর.এ’র ব্যবস্থাপনা পরিচালক শেখ রায়হান আনোয়ার, সূর্যের হাসি কমিউনিটি সাপোর্ট গ্রæপের সহ-সভাপতি মঈন উদ্দিন হাসান, সচিব-মোহাম্মদ রাশেদ খান, পাঠানটুলী খান সাহেব বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম মোহাম্মদ, মেহেরাজ খান প্রমুখ। আগামীতে অধ্যাপক ড. বদরুল হুদা সূর্যের হাসি নেটওর্য়াকের সাথে ই-লার্নিং সেবা বিষয়ে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন । বিজ্ঞপ্তি