সূর্যগ্রহণে সারবে রোগ, মাটিতে পুঁতে রাখা হলো বাচ্চাদের!

16

দশকের শেষ সূর্যগ্রহণ দেখতে মুখিয়ে ছিল বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। বৃহস্পতিবার সেই মাহেদ্রক্ষণ উপভোগ করেছে তারা। তবে ভারতের দক্ষিণাঞ্চলে এই সূর্যগ্রহণকে কেন্দ্র করে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। সূর্যগ্রহণ বাচ্চাদের রোগ সারাবে- এই অন্ধবিশ্বাসে বাচ্চাদেরকে সূর্যগ্রহণের সময় গলা পর্যণ্ত মাটিতে পুঁতে রাখা হয়। তিন বাচ্চাকে এমনভাবে পুঁতে রাখে তাদের পরিবারের লোকজন। তাদের বিশ্বাস এতে নাকি সেরে যাবে সমস্যা। কর্নাটকের কালাবুরাগি জেলার একটি গ্রামে ঘটেছে এই ঘটনা। সেখানে দেখা যাচ্ছে, মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে বাচ্চাদের দেহ। তাদের মাথাটুকু শুধু বেরিয়ে আছে। তাদের আশপাশে দাঁড়িয়ে রয়েছেন তাদের পরিবারের লোকজন। মাটির ভিতর বন্দি হয়ে কাঁদছে ওই তিন বাচ্চা। জানা গিয়েছে ওই তিনজন বাচ্চা বিশেষভাবে সক্ষম। তাদের পরিবারের বিশ্বাস ছিল, গ্রহণের সময় এভাবে রাখলে প্রতিবন্ধকতা থেকে মুক্তি পাবে তারা। সেজন্যই এই কাজ করেছে বলে জানিয়েছে ওই বাচ্চাদের পরিবার।