সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

25

দিনের লেনদেন শেষে ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান মূল্য সূচকের পাশাপাশি ডিএসইর-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪৭ পয়েন্টে ওঠে এসেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০২ পয়েন্টে। সবকটি মূল্য সূচক বাড়ালেও এ দিন ডিএসইতে যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ঠিক তার সমান সংখ্যক। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫২টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪৮টির। এদিকে মূল্য সূচকের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৩৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২৩ কোটি ৭০ লাখ টাকার। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৬১ কোটি ৬৬ লাখ টাকা।