সুয়ারেসকে মেসি ‘এমন বিদায় প্রাপ্য নয়’

26

যেভাবে লুইস সুয়ারেসকে বিদায় দেওয়া হয়েছে তা একদমই পছন্দ হয়নি লিওনেল মেসির। বার্সেলোনা অধিনায়কের মতে, কাম্প নউয়ে নিজেকে উজাড় করে দেওয়া উরুগুয়ের স্ট্রাইকারের এমন বিদায় প্রাপ্য নয়। নতুন কোচ রোনাল্ড কুমান দায়িত্ব নেওয়ার পর সুয়ারেসকে জানান, নতুন মৌসুমের পরিকল্পনায় নেই তিনি। এরপরই বার্সেলোনা ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন ৩৩ বছর বয়সী স্ট্রাইকার। এর আগে দল ছেড়েছেন ইভান রাকিতিচ, আর্তুরো ভিদাল ও নেলসন সেমেদো। ক্লাবের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতার বিদায় বেলার পরিস্থিতি মেসির মনে গভীর দাগ কেটেছে। ইন্সটাগ্রামে প্রিয় বন্ধুকে জানানো আবেগঘন বিদায়ী বার্তায় রয়েছে এর ছাপ। “তুমি যেমন, ঠিক তেমন একটা বিদায় তোমার প্রাপ্য; ক্লাবটির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন, দলীয় ও ব্যক্তিগতভাবে অনেক কিছু জিতেছ।” বোর্ডের কাজে মোটেও সন্তুষ্ট নন মেসি। বার্তায় নিজের মনোভাব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন তিনি।