সুয়ারেসকে অ্যাতলেটিকোতে যেতে দেবে না বার্সা

16

বার্সার উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেসকে ছাড়তে রাজি হলেও অ্যাতলেতিকো মাদ্রিদে যেতে দিতে রাজি নয় খোদ বার্সার বোর্ড। কারণ লা লিগার প্রতিদ্ব›দ্বীদের শক্তি বৃদ্ধি হওয়ার ভয়! ‘ওন্দা কেরো’র ‘এল ত্র্যানসিস্তর’ অনুষ্ঠানে এমনটাই দাবি করা হয়েছে। চুক্তির মেয়াদ আও এক বছর বাকি থাকা সত্তে¡ও নতুন কোচ রোনাল্ড ক্যোমানের চাহিদা অনুযায়ী সুয়ারেসকে বিদায় করে দিতে চায় বার্সা। এমনকি কাতালান জায়ান্টদের সঙ্গে এরইমধ্যে নাকি চুক্তি বাতিলও হয়ে গেছে তার। ফলে বিনা ট্রান্সফার ফিতেই ক্যাম্প ন্যু ছাড়তে পারবেন সুয়ারেস।
যার কারণে অ্যাতলেটিকোর সঙ্গে ৯ মিলিয়ন ইউরোয় দুই বছরের জন্য গাঁটছাড়া বাঁধতে চান তিনি। কিন্তু শিরোপার অন্যতম দাবিদারদের শক্তি বৃদ্ধি হোক তা চায় না বার্সা। শুধু অ্যাতলেটিকো নয়, রিয়াল মাদ্রিদ, পিএসজি এবং ম্যানচেস্টার সিটির কাছে সুয়ারেসকে যেতে দেবে না ক্লাবের বোর্ড। তবে ‘মার্কা’ দাবি করেছে, যদি অ্যাতলেটিকোয় যাওয়া সম্ভব না হয়, তাহলে আরও এক মৌসুম বার্সাতেই থাকতে পারেন সুয়ারেস। যদিও কোম্যানের দলে তার জায়গা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।