‘সুস্থ সংস্কৃতিচর্চা মানুষকে উদারতা শেখায়’

24

সুস্থ সংস্কৃতিচর্চা মানুষকে উদারতা শেখায়, সবার সঙ্গে মিশতে শেখায়, সৃজনশীলতা তৈরি করে শিক্ষার্থীদের আনন্দে মাতিয়ে রাখে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার মতো কাজে তাদেরকে উজ্জীবিত করে।
কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এখন শুধু পড়া, পরীক্ষা আর অসুস্থ প্রতিযোগিতার মধ্যে হারিয়ে গেছে সংস্কৃতি চর্চা।
শিক্ষাঙ্গনে একসময় সংস্কৃচি চর্চা ও খেলাধুলার সুযোগ ছিল অবারিত। কথাগুলো বলছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অফিসিয়াল অধিনায়ক, ব্যাটে ‘জয় বাংলা’ স্টিকার লাগিয়ে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে পাকিস্তানের হয়ে ব্যাট করতে নামা, পাকিস্তানের হয়ে খেলা একমাত্র বাঙালি ক্রিকেটার রকিবুল হাসান। বিজ্ঞপ্তি