সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করতে হবে

10

 

সন্দ্বীপ : সরকারি হাজী এ বি কলেজ এইচএসসি ব্যাচ-২০২১ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কলেজ ছাত্রলীগ ও কলেজ কর্তৃপক্ষের আয়োজনে গত ৩০ নভেম্বর কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ড. মুহাম্মদ ফজলুল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশন, স›দ্বীপ পৌরসভা মেয়র মোক্তাদের মাওলা সেলিম, সন্দ্বীপ থানার ওসি বশির আহমেদ খান, প্রফেসর এ.কে এম বেলায়েত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মোক্তাদের মাওলা ফয়সাল, কলেজ ছাত্রলীগ সভাপতি সাহেদুর রহমান ফাহাদ ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ। উক্ত অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তরা বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়ার হাসিনা জামাল কলেজের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান কলেজ অডিটোরিয়ামে গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডি ও আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. ইফতেখার হোসেন বাবুল। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক। এতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউসুফ ন‚রী। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মো. নূর কুতুবুল আলম, কলেজ গভর্নিং বডির দাতা সদস্য আবু ফয়সাল, রাখাল দাশ গুপ্ত, আবু আদিল, সদস্য নাছির উদ্দিন রিয়াজ, শিক্ষক রেখা দাশ, খায়েজ আহমদ, নুরুল হুদা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক সুজন সাহা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।