সুশাসন ও গণতন্ত্র আজ প্রশ্নবিদ্ধ

39

জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মো: ইয়াকুব হোসেন বলেন, দেশে সুশাসন ও গণতন্ত্র আজ প্রশ্নবিদ্ধ। জনগণ ক্রান্তিকাল অতিবাহিত করছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে, সরকার আছে বলে দেশে মনে হয় না। পেঁয়াজ কেলেঙ্কারিতে সরকারি দলের সমর্থিত ব্যবসায়ীরা মজুদদারী করে কৃত্রিম সংকটের মধ্য দিয়ে ৩৮ টাকার পেঁয়াজ ক্রয় করে বিক্রি করছেন আড়াইশ থেকে তিনশত টাকা। সুশীল সমাজ তার প্রতিবাদে মানববন্ধন করতে গেলে পুলিশ দিয়ে মানববন্ধনকারীদের উপর লাঠিচার্জ করা হয়। এতে প্রতিয়মান হয় এই কেলেঙ্কারিতে সরকারি সমর্থন রয়েছে। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোরদাবী জানাচ্ছি, অনতিবিলম্বে বাণিজ্য মন্ত্রীকে অপসারণ করে জাতিকে দায়মুক্ত করুন। তিনি যুবনেতাদের উদ্দেশ্যে বলেন, জাতির এই সংকটময় মুহুর্তে যুব সংহতিকে দেশ ও জনগণের অতন্দ্র প্রহরীর ভূমিকায় দায়িত্ব পালন করতে হবে। গতকাল ২৯ নভেম্বর বিকেল ৫টায় চকবাজারস্থ দলীয় কার্যালয়ে সংগঠনের আহব্বায়ক কে.এম. আবছার উদ্দিন রনি’র সভাপতিত্বে ও সদস্য সচিব কায়সার হামিদ মুন্নার সঞ্চালনায় জাতীয় যুব সংহতি চট্টগ্রাম মহানগরের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আগামীতে এই ধরণের যে কোনো ষড়যন্ত্র কিংবা গুজবে কান না দিয়ে যুব সংহতিকে শক্তিশালী করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আসুন পল্লীবন্ধুর ভ্যানগার্ড হিসেবে কাজ করি। সভায় প্রধান বক্তা ছিলেন নগর জাপার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন তালুকদার। বিশেষ বক্তা ছিলেন নগর জাপার সহ-সভাপতি মো: সালামত আলী, ছবির আহমদ সোহেল, নগর জাপার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নগর জাতীয় শ্রমিক পার্টির আহব্বায়ক আলহাজ্ব শামসুল আলম দুলাল। আরো বক্তব্য রাখেন, নগর যুব সংহতি সাবেক সভাপতি আলী ইমরান চৌধুরী, নগর শ্রমিক পার্টির সদস্য সচিব হারুনুর রশিদ হারুন, নগর মহিলা পার্টির সভানেত্রী সুলতানা রহমান, নগর কৃষক পার্টির সভাপতি এনামুল হক বেলাল, সদস্য সচিব নুর আহমদ মিটু, নগর ছাত্র সমাজের সভাপতি মো: নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম। নবগঠিত যুব সংহতির সিনিয়র যুগ্ম আহব্বায়ক জহুর উদ্দিন জহির, মো নুর আলী সওদাগর, জাহাঙ্গীর আলম, এম.এ. শুক্কুর, এনামুল হক রাশেদ, হাফেজ খয়রাত হোসেন, এতে আরো উপস্থিত ছিলেন নগর জাতীয় যুব সংহতির সকল নেতৃবৃন্দ। সভাশেষে নবনির্বাচিত যুব সংহতির নেতৃবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে নেন নগর জাতীয় পার্টির নেতৃবৃন্দরা। বিজ্ঞপ্তি