সুমনের হ্যাটট্রিকসহ ৫ উইকেট সিসিএ জয়ী, জিতেছে ব্রাদার্সও

39

এটিএম ইসহাক মোহন বিজয় দিবস অনূর্ধ্ব-১৬ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অসাধারণ কীর্তি গড়েছেন চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব-১৪ দলের চৌকষ খেলোয়াড় মোহাম্মদ সুমন। চিটাগাং ক্রিকেট অ্যাকাডেমির (সিসিএ) অফস্পিনার সুমন ৩.১ ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার করে। সে ইনিংসের ১৭ তম ওভারের (নিজের ৩য় ওভারের) ৫ম ও ৬ষ্ঠ বলে এবং ১৯ তম ওভারের প্রথম বলে সুমিও, তামিম ও আফ্রিদি- তিনজনকেই সরাসরি বোল্ড করে হ্যাটট্রিকের বিরল সম্মান অর্জন করে। মূলত তার ঘূর্ণিতেই উদীয়মান ক্রিকেট অ্যাকাডেমি টস জিতেআগে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ হরে অলআউট হয়ে যায়। দলের পক্ষে রিদওয়ান ও তাহসিন উভয়ে ১৭ রান করে দলীয় ইনিংসে যোগ করে। সিসিএ’র সুমন হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট শিকার করে। জহুরুল দুটি এবং বিজয় ইমন ও সাকিব প্রত্যেকে একটি করে উইকেট নেয়। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিসিএ উদ্বোধনী জুটি থেকে দারুণ সূচনা পায়। দলীয় ৪৭ রানে জয়ের ভিত গড়ে দিয়ে অমিত সাজঘরে ফিরে গেলে অধিনায়ক বিজয়ও আর বেশিদুর যেতে পারেনি। অমিত ২৪ এবং বিজয় ২০ রান করে। এরপর প্রতিপক্ষ উদীয়মানের বোলাররা টপাটপ কয়েকটি উইকেট তুলে নিলেও শেষ পর্যন্ত সিসিএ’র জয়ের পথে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ১৭.২ ওভারে চার উইকেট হাতে রেখে প্রথম জয় তুলে নেয় সিসিএ। উদীয়মানের আফ্রিদি দুটি, জাহেদুল, তামিম ও তাহসিন প্রত্যেকে একটি করে উইকেট নেয়। এর আগে দিনের প্রথম খেলায় ব্রাদার্স ক্রিকেট অ্যাকাডেমিকে দুই উইকেটে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নেয় ব্রাইট ক্রিকেট অ্যাকাডেমি। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ব্রাদার্স জুবায়েরের অপরাজিত ৩৫, নাইমের ১২, সামির ১০ ও অতিরিক্ত ৩৩ রানে ভর করে আট উইকেটে ১০১ রান সংগ্রহ দাঁড় করায়। ব্রাইটের পক্ষে আশরাফুর তিনটি এবং সাইফুল দুটি উইকেট নেয়। জবাবে ব্রাইট ১৯.৪ ওভারে দুই উইকেট হাতে রেখে জয়সূচক ১০২ রান তুলে নেয়। দলের রাইয়ান ১৯, রিসাকুল ২৩ এবং সবুজ ২৪ রান করে। ব্রাদার্সের ওবায়দুর দুটি এবং নাইম তিনটি উইকেট নেয়।