সুমধুর তেলাওয়াত শুনতে কোরআন প্রেমিকের ঢল

344

নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে কুরআন প্রেমিক হাজারো মুসলমানের ঢল নেমেছিল গতকাল বুধবার। দেশ-বিদেশের বিখ্যাত ও শ্রোতানন্দিত ক্বারীদের সুললিত কণ্ঠে মহান আল্লাহর কালাম পবিত্র আল কোরআনের সুমধুর তেলাওয়াত শুনতে এক অপার্থিব আকর্ষণে ছুটে এসেছিলেন দলমত, শ্রেণি-পেশা নির্বিশেষে সর্বস্তরের হাজার হাজার মানুষ। গতকাল বুধবার সকাল ৮ টা থেকে আরম্ভ হওয়া ক্বেরাত সম্মেলনে যোহর পর্যন্ত বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
যোহর থেকে আছর পর্যন্ত চট্টগ্রামের প্রসিদ্ধ মাদ্রাসাগুলোর ক্বারী শিক্ষকবৃন্দ পবিত্র কুরআন তেলাওয়াত করেন। বাদে আছর থেকে মাগরিব পর্যন্ত আন্তর্জাতিক মানের বাংলাদেশের ক্বারীগণ তেলাওয়াত করেন। বাদে মাগরিব থেকে বিদেশি ক্বারীদের তেলাওয়াত শুরু হয়।
আছরের নামাজের পর থেকে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আসা লোকজন শাহী জামে মসজিদ চত্বরে সুন্দর ও সুশৃঙ্খলভাবে জমায়েত হতে থাকে। বাদে মাগরিব থেকে কানায় কানায় ভর্তি হয়ে যায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বর, মসজিদের সুপরিসর বারান্দাসহ আশেপাশের উন্মুক্ত সব জায়গা। পিন-পতন নীরবতায় মুসলিম জনতা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন ওহীর বাণী পবিত্র কুরআনের হৃদয় জুড়ানো মধুর তেলাওয়াত।
তালীমুল কুরআন কমপ্লেক্স চট্টগ্রামের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক এই ক্বেরাত সম্মেলনে সভাপতিত্ব করেনআন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতীব আওলাদে রাসুল (স.) আল্লামা সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী। তালীমুল কুরআন কমপ্লেক্স চট্টগ্রামের চেয়ারম্যান হাফেজ মুহাম্মদ তৈয়ব হুজুরের তত্ত্বাবধানে ক্বেরাত সম্মেলনে অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মাওলানা নাছির উদ্দিন শাহ, হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা আনাছ মাদানী, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. আজিজুর রহমান, শ্রমিক নেতা কামাল উদ্দিন চৌধুরী, রাজনৈতিক মোহাম্মদ আলী, হাকীম মাওলানা এম এ তাহের আরবী, মাওলানা জয়নুল আবেদীন, হাজী বেলায়েত হোসাইন, ক্বারী মুবিন, ক্বারী মুঈনুদ্দীন, ক্বারী জহিরুল হক, ক্বারী আহমদুল হক, ক্বারী আব্দুল মালেক, ক্বারী ইসহাক।
এছাড়াও পদস্থ সরকারি-বেসরকারি গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে বাদে মাগরিব থেকে তেলাওয়াত করেন বিশ্ববিখ্যাত ক্বারীগণের মধ্যে ড. শায়খ উসামা আল-হাওয়ারী (মিশর), শায়খ ক্বারী ইয়াহিয়া শারকাভী (মিশর), শায়খ ক্বারী রেজা আইয়ুব (তানজানিয়া), শায়খ ক্বারী আইয়ুব আসিফ (লন্ডন), শায়খ ক্বারী জামাল শেহাব (মিশর), শায়খ ক্বারী ড. উসামা আল হাওয়ারী (মিশর) প্রমুখ।