সুবিধা বঞ্চিত শিশুদের জন্মদিন উদযাপিত

18

হাটহাজারী পৌরসভায় নিবন্ধিত ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে জন্মদিন উদযাপিত হয়েছে। গত ২৮ জুলাই হাটহাজারী এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় পৌরসভার সন্দ্বীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের বাতিঘর প্রাঙ্গণে জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন। সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে সন্দ্বীপ পাড়ার নিবন্ধিত ও সুবিধা বঞ্চিত ২০ জন শিশুদেরকে সাথে নিয়ে ইউএনও তাদের জম্মদিনের কেক কাটেন এবং তাদের মাঝে উপহারসামগ্রী হিসেবে লেখার খাতা বিতরণ করেন। পাশাপাশি তাদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং করোনা ভাইরাস করনীয় সম্পর্কে সচেতনতামুলক উপদেশ প্রদান করেন।
এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি ম্যানেজার ফ্রান্সিস মন্ডল, সন্দ্বীপ পাড়া গ্রাম উন্নয়ন কমিটির সম্পাদক জরিফা বেগম, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি পল্টন বিশ্বাস, আবদুল হামিদ ও প্রদীপ সুমন প্রমুখ। এ ব্যাপারে ইউএনও রুহুল আমীন বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ অত্র এলাকার জনগোষ্ঠির আর্থ-সামজিক উন্নয়নে নারী নেতৃত্ব তৈরি, দক্ষতা বৃদ্ধি এবং বিশেষ করে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সামজিক নিরাপত্তা বিধানে সার্বিক উন্নয়নে সরকারের উন্নয়ন সহযোগী হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কার্যক্রম সত্যিই প্রশংসার দাবী রাখে।