সুবিধাবঞ্চিত শিশুদের প্রচেষ্টা ঈদ কার্নিভাল

50

সামাজিক সংগঠন প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যায়তন ‘প্রচেষ্টা ইশকুল’ এর ছেলে মেয়েদের নিয়ে সম্প্রতি প্রচেষ্টা ঈদ কার্নিভাল নামে ভিন্নধর্মী আয়োজন করেছে সংগঠনটি। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মঈন উদ্দীন আকবরের সভাপতিত্বে সংগঠনের সদস্য জাহিদুল ইসলাম রিয়াদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সিনিয়র উপস্থাপিকা নাসরিন ইসলাম, জুনিয়র চেম্বার অব কমার্স’র ভাইস প্রেসিডেন্ট শান শাহেদ, উপস্থাপিকা স্মিতা চৌধুরী, সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সভাপতি ওসমান ফারুকী হিমাদ্রী, প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ’র উপদেষ্টা ও মডেল ফারদিন বাপ্পী, ক্লাউড ওয়ান’র সিইইউ কামরুল হাসান ফরহাদ, বিশিষ্ট সংগীত শিল্পী ও রানওয়ে ব্যান্ড’র নুরুল কবির মাসুম, সংগীত শিল্পী জুনায়েদ ইভান, ডি ইন্জিনিয়ার্স ক্লাব’র প্রতিষ্ঠাতা ও সভাপতি সৌমেন কানুনগো, ডিজি সফট’র সিইইউ ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, সার্ক মানবধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী, পপুলার জনকল্যাণ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা সভাপতি এম এ জলিল, লামোর ইভেন্টের সত্ত¡াধিকারী সাদ শাহরিয়ার, হাক্কানী গ্রুপের সিনিয়র কর্মকর্তা ম­ঈন চৌধুরী, আইকন কমিউনিকেশনের কো-অর্ডিনেটর আলমগীর মোরশেদ, স্বেচ্ছায় রক্তদাতা ফোরামের প্রতিষ্ঠাতা আশিষ মুহরী। অনুষ্ঠানে বিশেষ আকর্ষন হিসেবে ছিলেন মিস্টার এন্ড মিস হাবিব তাজকিরাজ খ্যাত নাবিল আহমেদ হীরু ও ইশায়া তাহসিন। অনুষ্ঠানে স্কুলের শতাধিক সুবিধাবঞ্চিত ছেলেমেয়ের হাতে ঈদের নতুন জামা তুলে দেয়া হয়। আমন্ত্রিত সকল অতিথি ও সুবিধাবঞ্চিত ছেলেমেয়েগুলোকে একসাথে নিয়ে ইফতার করা হয়, স্কুলের বাচ্চাদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কেটে প্রচেষ্টা ঈদ ফেস্টিভ্যালের সমাপ্তি ঘোষণা করা হয়। ইভেন্ট পার্টনার হিসেবে ছিল লামোর ইভেন্ট প্লানার। এ সময় স্কুলটির পরিচালনার দায়িত্বে থাকা শান্ত, রিহান, ইয়াছিন, সাকলাইন ও সদস্যদের মধ্যে দেলোয়ার হোসেন, আলী আশরাফ আজগরী, আফিয়া, জেবা, চামেলি, মাওয়া, বৃষ্টি, সজিব, উদয়নসহ অন্যান্য সকল সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি