সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য চট্টগ্রাম লেডিস ক্লাবের অনুদান

61

সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থী শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্র স্টুডেন্টস অ্যাকোয়ারিং রেগুলার ক্রিয়েটিভ নলেজ একাডেমি’র (সংক্ষেপে সার্ক একাডেমি) ২১ জন দরিদ্র শিক্ষার্থীর শিক্ষার দায়িত্ব নিয়েছে ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান চট্টগ্রাম লেডিস ক্লাব। সুবিধাবঞ্চিত এই শিক্ষার্থীরা যেন প্রাতিষ্ঠানিক শিক্ষাক্রম থেকে ঝরে না পড়ে সে জন্য চট্টগ্রাম লেডিস ক্লাব এর পক্ষ গতকাল ৩ জুলাই বুধবার সার্ক একাডেমি’র প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শিক্ষাবিদ, কবি মর্জিনা আখতার এর নিকট ৮৫ হাজার ৫০০ টাকার একটি চেক প্রদান করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে চট্টগ্রাম লেডিস ক্লাবের প্রেসিডেন্ট খালেদা আউয়াল, প্রাক্তন প্রেসিডেন্ট জিনাত আজম, সহ-সভানেত্রী পারভিন জালাল, সহ-সভানেত্রী সাবিহা মুসা, সহ সভানেত্রী আছমা ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদিকা মিনু আলম, সহ সাধারণ সম্পাদিকা আক্তার বানু ফ্যান্সী, কোষাধ্যক্ষ সৈয়দা শামীম কাদের সুরমা, রোকেয়া আকতার বারী, শামীম আরা আহাদ, আফরোজা বুলবুল তাহের, হাজেরা আলম মুন্নী, কাজী রুনু বিলকিস ও গবেষক কলামিস্ট সাখাওয়াত হোসেন মজনু উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি