সুবিধাবঞ্চিত মানুষের পাশে বিত্তবানদের দাঁড়াতে হবে

43

লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের উদ্যোগে গত ৩০ আগস্ট সন্ধ্যায় নগরীর জামালখানস্থ একটি রেস্টুরেন্টে স্কুলিং প্রোগ্রাম, বিনামূল্যে হুইল চেয়ার বিতরন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। স্কুলিং প্রোগ্রামে প্রশিক্ষক ছিলেন জিএসটি লায়ন ওসমান গণি। ক্লাব প্রেসিডেন্ট লায়ন প্রকৌশলী বিপ্লব দাশের সভাপতিত্বে ও রিজিয়ন চেয়ারপারসন লায়ন অশেষ কুমার উকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন কামরুন মালেক। অতিথি ছিলেন আইপিডিজি লায়ন নাসির উদ্দিন চৌধুরী, পিডিজি লায়ন এম.এ মালেক, লায়ন মনজুরুল আলম মনজু, ১ম জেলা ভাইস গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য, ২য় জেলা ভাইস গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, কেবিনেট সেক্রেটারী লায়ন জি.কে লালা, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, জিএমটি লায়ন জাহেদুল আলম চৌধুরী, এলসিএফ সেক্রেটারী লায়ন ডা. দেবাশীষ দত্ত, এলসিএফ কো-অর্ডিনেটর লায়ন মনির আহমদ, আরসি হেড কোয়াটার লায়ন তপন কান্তি দত্ত, আরসি-১ লায়ন মো. আবু মোর্শেদ, জি.এ লায়ন ডা. সুভাষ চন্দ্র সূত্রধর, আরসি লায়ন মনির উদ্দিন, আরসি লায়ন প্রকৌশলী ঝুলন কুমার দাশ, রিলিফ চেয়ারম্যান লায়ন জাফর উল্লাহ চৌধুরী, আরসি লায়ন উত্তম কুমার দাশ, আরসি লায়ন পরিমল কান্তি দাশ, জেডসি লায়ন অজয় শংকর পারিয়াল, ডিএস লায়ন ডা. (প্রফেসর) বাসনা মুহুরী, ক্লাব সেক্রেটারী লায়ন প্রকৌশলী দীপংকর দাশ, লায়ন সঞ্জীবন চন্দ্র সরকার, লায়ন ডা. মনতোষ ধর প্রমুখ। অনুষ্ঠানে মহানগর ক্লাবের উদ্যোগে তিনজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি