সুপার আটে মোহামেডান ব্লুজ

26

ঘুর্ণিঝড় বুলবুলের কারণে কয়েকদিন বন্ধ থাকার পর গতকাল থেকে শুরু হয়েছে সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের গ্রুপ পর্বের খেলা। এতে চট্টগ্রাম বন্দর ক্রীড়া (চবক) সমিতি সাদা দলকে হারিয়ে সুপার আটে জায়গা করে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ। সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে তারা ২৮ রানে জয় পায়। আগে ব্যাট করা মোহামেডান ব্লুজের দেয়া ২২২ রানের লক্ষ্য তাড়ায় ১৯৩ রানে অলআউট হয় চবক ক্রীড়া সমিতি সাদা। এর আগে প্রথম খেলায় মোহামেডান ব্লুজ কোয়ালিটি ব্লুজের বিপক্ষে চার উইকেটে জয় পায়। অন্যদিকে লিগে এটি চবক ক্রীড়া সমিতি সাদার এটি প্রথম পরাজয়। জয়ের লক্ষ্যে ব্যাট করতে চবক ক্রীড়া সমিতি সাদা দল দলীয় ৭৩ রানে প্রথম উইকেট হারায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে দিয়ে ২৯.১ ওভারে অলআউট হয়। তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন সৈয়দ আবদুল খায়ের। অন্যদের মধ্যে মোহাম্মদ মেহেদী হোসেন ২১, ইমতিয়াজ আলম ৩২, জিয়াউদ্দিন সিফাত ২৭ রান করেন। মোহামেডান ব্লুজের পক্ষে জাবেদ ইকবাল ও মনিরুল ইসলাম তিনটি করে, আশিকুর রহমান দুটি এবং মমতাজুল হুদা একটি উইকেট দখলে নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ উদ্বোধনী জুটি থেকে ৮৬ রানের দুরন্ত সূচনায় নির্ধারিত ৩২ ওভারে সাত উইকেট হারিয়ে ২২১ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান আসে অতিরিক্ত খাত থেকে। অন্যদের মধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান তোহিদুর রহমান ৩৫ এবং হাসনাত উল্লাহ ৩১ রান করেন। এছাড়া তাহসিন শামীম ২৮, হামজা মাহমুদ ২৮, মোহাম্মদ রাব্বি খান ২১* ও মমতাজুল হুদা ২৭* করেন। চবক ক্রীড়া সমিতির পক্ষে জিয়াউদ্দিন সিফাত ও শাহদাত হোসেন দুটি করে এবং মুনতাসিম তানভির, ইমতিয়াজ আলম ও মোহাম্মদ শাকিল প্রত্যেকে একটি করে উইকেট নেন।
আজকের খেলা : কাস্টম এক্সাইজ ভ্যাট ক্লাব ও এমএইচ স্পোর্টিং ক্লাব।