সুন্নিয়ত প্রতিষ্ঠায় আজীবন নিবেদিত ছিলেন সৈয়্যদ বিসমিল্লাহ্ শাহ্ নক্শবন্দী (রহ.)

124

রাঙ্গুনিয়া পূর্ব সৈয়দ বাড়ী রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ দরবার শরিফে আন্জুমানে রাহাতিয়া বিসমিল্লাহ শাহ্ এর ব্যবস্থাপনায় গত ৩ মার্চ মঙ্গলবার মুজাদ্দিদে মিল্লাত আল্লামা শাহ্ সৈয়্যদ রাহাতুল্লাহ শাহ্ নক্শবন্দী (রহ.)’র সাহেবজাদা ও প্রধান খলিফা আল্লামা সৈয়্যদ বিসমিল্লাহ্ শাহ্ নক্শবন্দী (রহ.) এর পবিত্র ওরশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল থেকে পবিত্র খতমে কুরআন সহ বিভিন্ন খতম, বিকালে আল্লামা সৈয়্যদ বিসমিল্লাহ্ শাহ্ নক্শবন্দী (রহ.) এর কর্মজীবনীর উপর আলোচনা, মিলাদ-কিয়াম ও মুনাজাত শেষে রাত্রে তাবারুক বিতরণের মাধ্যমে পবিত্র ওরশে সম্পন্ন হয়। এতে ছদারত করেন রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ দরবার শরিফের বর্তমান সাজ্জাদানশীন আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সমাজ কল্যাণ সচিব পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা সৈয়্যদ আবু নওশাদ নঈমী আশরাফী (মু.জি.আ)।
তিনি বলেন, সুন্নি আলেম পীর মাশায়েখগণ আমাদের আধ্যাত্মিক দিশারী ও বাতিঘর। দ্বীনি শিক্ষা বিস্তারে ও সুন্নিয়তভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আজীবন নিবেদিত ছিলেন আল্লামা শাহ্ সৈয়্যদ রাহাতুল্লাহ শাহ্ নক্শবন্দী (রহ.)। সুন্নিয়তের জন্য তাঁর ত্যাগ ও কুরবানি যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। সুন্নি মতাদর্শের আলোকে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাঁর অবদান প্রেরণার উৎস হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন। উদ্বোধনী বক্তব্য রাখেন পীরজাদা সৈয়্যদ মুহাম্মদ ফতহুল কদির নঈমী। মূখ্য আলোচক ছিলেন আহলে সুন্নাতের নির্বাহী মহাসচিব মুফতি আবুল কাসেম মুহাম্মদ ফজলুল হক। মাওলানা ইমাম হোসাঈন নঈমী ও মুহাম্মদ আবীর শাহ’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আল্লামা সৈয়দ ইউনুস রেজভী, আল্লামা আলতাফ হোসাঈন নঈমী, পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ, অধ্যক্ষ আজিজুল হক আল কাদেরী, মাওলানা জয়নুল আবেদীন আল কাদেরী, মাওলানা জিল্লুর রহমান হাবীবী, অধ্যক্ষ সৈয়দ গোলাম কিবরিয়া কাদেরী, মাওলানা দিলদার হোসাঈন নঈমী, মাওলানা আবদুল মালেক নঈমী, মাওলানা আবদুল হালিম আল কাদেরী। বক্তারা বলেন, এদেশে ইসলাম এসেছে আওলিয়া কেরামের মাধ্যমে। ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে আওলিয়া কেরামের পথ অনুসরণ করতে হবে। এর মধ্যে প্রকৃতপক্ষে যুবসমাজ মুক্তি পেতে পারে। নৈতিকতা চর্চা বিকল্প নেই। মানব জীবনের অন্যতম মহৎগুন হচ্ছে রাসুল (দ.)’র প্রতি ভালবাসা। বিজ্ঞপ্তি