সুন্নিয়তের রাজনীতিকে এগিয়ে নিতে সুদৃঢ় সাংগঠনিক ভিত্তি তৈরি ও ঐক্যের বিকল্প নেই

61

ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার মতবিনিময় সভা গত ১১ জানুয়ারি হাটহাজারী বাস স্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা ওবাইদুল মোস্তফা কদমরসূলি’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা স.উ.ম আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আইন বিষয়ক সচিব এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হোসাইন হায়দরী। মতবিনিময় সভায় প্রধান অতিথি স.উ.ম আবদুস সামাদ বলেন, যে কোন আদর্শিক রাজনীতিকে এগিয়ে নিতে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মজবুত ঐক্য ও সাংগঠনিক সুদৃঢ়তার বিকল্প নেই। তেমনি এদেশে সুন্নিয়তের রাজনৈতিক বিজয় অর্জনে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। সকল দলকে নির্বিঘেœ রাজনীতি করার সুযোগ দিতে হবে। উন্নয়ন ও গণতন্ত্র দুটোই চাই। খুন, গুম ও ধর্ষণ বন্ধে কঠোর রাষ্ট্রীয় প্রদক্ষেপ কামনা করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা মুহাম্মদ আবদুল খালেক আল কাদেরী, মাওলানা আলী শাহ্ নেছারী, মুহাম্মদ মঈনুল আলম চৌধুরী, এস.এম জাহাঙ্গীর আলম, মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী, অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ কামাল পাশা, অধ্যাপক মুহাম্মদ গিয়াস উদ্দিন, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইলিয়াছ নূরী, মুহাম্মদ হারুন, মাওলানা আ.স.ম রফিকুল ইসলাম রেজভী, মুহাম্মদ ফরিদুল আলম, মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম, মুহাম্মদ মোবারক হোসেন, মুহাম্মদ সেকান্দর আলম চৌধুরী, মাওলানা সামশুল আলম নঈমী, অধ্যক্ষ মাওলানা আবু মোস্তাক আল কাদেরী, মুহাম্মদ সেকান্দর মিয়া, মুহাম্মদ নুরুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইউনুছ সিকদার আল কাদেরী, মাওলানা মুহাম্মদ নুরুল আমিন হোসাইনী, মাস্টার মুহাম্মদ খোরশেদ আলম, মুহাম্মদ শাহজালাল প্রমুখ। বিজ্ঞপ্তি