সুন্নিয়তের দর্শনেই রয়েছে মানব মুক্তির অব্যর্থ দিক নির্দেশনা

120

আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ নভেম্বর হাটহাজারী উপজেলা দলীয় কার্যালয়ে সভা সম্পন্ন হয়েছে। সংগঠনটির নব-নির্বাচিত সভাপতি ও চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলাইমান আনসারীর সভাপতির বক্তব্যে বলেন, সুন্নিয়ত একটি পূর্ণাঙ্গ জীবন দর্শনের নাম।
সুন্নিয়তের দর্শনে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয়সহ সকল বিষয়ের উজ্জ্বলতর দিক নির্দেশনা রয়েছে। ইসলামের অপর নাম সুন্নিয়ত। তাই, সুন্নিয়তচর্চা মানেই ইসলাম চর্চা। তিনি আরও বলেন, সুন্নিয়তের দর্শনেই রয়েছে মানবমুক্তির অব্যর্থ দিক নির্দেশনা। তাই, ইহজাগতিক কল্যাণ ও পরকালীন অনন্ত জীবনে নাজাত ও মুক্তির জন্য পরিপূর্ণভাবে সুন্নিয়তচর্চায় শামিল হতে হবে। অনৈক্য, বিভাজন ও রেষারেষি পরিহার করে সুন্নিয়ত ও ঈমান-আক্বিদার ভিত্তিতে সুন্নি উলামা ও ছাত্র জনতাকে অভিন্ন প্লাটফর্মে আসার আহব্বান জানান তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক আল্লামা মুফতি জসিম উদ্দীন আল কাদেরী সঞ্চালনায় অনুষ্ঠিত প্রথম সাধারণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আল্লামা হাফেজ রুহুল আমিন, অধ্যক্ষ আল্লামা সৈয়দ খোরশিদ আলম, আল্লামা আবুল কালাম বয়ানী, উপাধ্যক্ষ তৈয়ব খান আল কাদেরী, উপাধ্যক্ষ সাঈদুল আলম খাকী, যুগ্ম সম্পাদক যথাক্রমে অধ্যক্ষ হাফেজ আবু জাফর সিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নুরী, হাফেজ আবদুর রহমান জামি, মাওলানা শামসুল আলম হেলালী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী শাহ নেছারী, সহ সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মাওলানা জসিম উদ্দীন আবেদী, মাওলানা শহিদুল আলম শাহ আল হাদী, অর্থ সম্পাদক মোহাম্মদ সাকুর মিয়া, আইন বিষয়ক সম্পাদক মাওলানা কাজী তৌহিদুল আলম, প্রকাশনা সম্পাদক মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া, নির্বাহী সদস্য মাওলানা ওবাইদুল মোস্তফা কদম রসুলী, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, এস এম জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ইউসূফ প্রমুখ।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা কাজী হারুনুর রশিদ, শাহজাদা কাজী সৈয়দ আতিকুল্লাহ, মাওলানা নুরুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক মাওলানা সৈয়দ জুন নুরাইন, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন, মাওলানা মীর হাছানুল করিম, মাওলানা শামসুল আলম নঈমী, সহ দপ্তর সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আলফাজ উদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা ইকবাল হোসেন আল কাদেরী, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবদুল মালেক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আবদুল হামিদ আরজু, শিল্প ও বাণিজ্য সম্পাদক মোহাম্মমদ সেকান্দর চৌধুরী, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক মোহাম্মদ আবুল মনছুর, নির্বাহী সদস্য উপাধ্যক্ষ মাওলানা মারেফাতুন নুর, মাওলানা সাইফুর রহমান ফারুকী, অধ্যাপক মুহিউদ্দীন চৌধুরী, আলহাজ্ব মোহাম্মদ হারুণ, অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শাহ জামান, মাওলানা ইদ্রিছ আনসারী, মাওলানা সিরাজুল ইসলাম চিশতী, অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহমদ রেজভী, মাওলানা মুনিরুর রহমান, মাওলানা হাফেজ মুহিউদ্দীন আল কাদেরী, মাওলানা ছগির আহমদ, মাওলানা সৈয়দ রাকিবুল ইসলাম, মাস্টার জমির হোসেন, মাওলানা তাজুল ইসলাম, আহমদ সৈয়দ, মাওলানা মোহাম্মদ নুরুল আমিন প্রমুখ।