সুন্দর-বাসযোগ্য চট্টগ্রাম নগর গড়তে সবার সহযোগিতা চাই

47

চট্টগ্রাম নগর বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে গত ২৭ এপ্রিল সন্ধ্যা ৭ টায় নবনিযুক্ত সিডিএর চেয়ারম্যান ও মহানগর আ’লীগের সহ-সভাপতি জহিরুল আলম দোভাষের সাথে তাঁর ফিরিঙ্গী বাজার বাসভবনে এক মত বিনিময় সভা মহানগর আ’লীগ নেতা ও বঙ্গবন্ধু সৈনিক লীগ আহবায়ক রূপক ঘোষ অপুর সভাপতিত্বে হয়। মতবিনিময় সভায় নবনিযুক্ত সিডিএর চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেন, চট্টগ্রাম সিটিকে বিশ্বের উন্নত রাষ্ট্রের আদলে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে প্রথমে জলাবদ্ধতা নিরসনে দ্রুত কাজ করা হবে। এই ক্ষেত্রে সবার সহযোগীতা ও দোয়া কামনা করি। সভায় আহবায়ক কমিটির নির্বাহী সদস্য মো. বেলালের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নগর বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহবায়ক ও আওয়ামী লীগের নেতা সিরাজুল হক, সদস্য সচিব আবু বকর বক্কু, যুগ্ম সদস্য সচিব এম নুরুল হুদা চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও নগর সৈনিক লীগ নেতা মোহাম্মদ আবদুল হান্নান চৌধুরী বাবু, ত্রাণ ও সমাজকল্যান সচিব ডাঃ চন্দন দত্ত, আইন বিষয়ক সচিব মামুনুর রহমান মামুন, প্রশাসনিক সচিব এডভোকেট সাইফুল ইসলাম, তথ্য ও গবেষণা সচিব নুরুল আনোয়ার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সচিব মো. জামাল উদ্দিন, ডা. রতন চক্রবর্তী, দপ্তর সচিব মো. মোজাফ্ফর, ছাত্রলীগ নেতা মো. আলম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. জসিম, যুবলীগ নেতা মো. কাজল, ডা. রতন চক্রবর্তী নগর বঙ্গবন্ধু সৈনিকলীগ সদস্য সুলতান মিয়া, কনকন দাশ প্রমুখ। সভাপতির বক্তব্যে রূপক ঘোষ অপু বলেন, চট্টগ্রাম শহরকে একটি আধুনিক বাসযোগ্য নগরী ও বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে নবনিযুক্ত সিডিএর চেয়ারম্যান জহিরুল আলম দোভাষকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করা হবে। সভা শেষে নগর বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতৃবৃন্দ নবনিযুক্ত সিডিএর চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। বিজ্ঞপ্তি