সুন্দর পৃথিবী বিনির্মাণে শিশু-সুরক্ষা অপরিহার্য

38

চট্টগ্রাম নগরীর প্রবর্তক সংঘ মিলনায়তনে শুক্রবার শিশু অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিলিজিয়নস ফর পিস (আরএফপি) বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে ‘চিল্ড্রেন ফার্স্ট ইন সাউথ এশিয়া’ প্রকল্পের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন ‘রিলিজিয়ন ফর পিস এশিয়া এর জ্যেষ্ঠ অ্যাডভাইজার রেভারেন্ট মাচামিচি খামিয়া। আরএফপি বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী সভাপতি প্রফেসর রঞ্জিত কুমার দে এর সভাপতিত্বে এবং সংগঠনের প্রচার-বিষয়ক সম্পাদক অধ্যাপক মাছুম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. এন এইচ এম আবু বকর। অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেন ঋষি কৌশিকায় বাংলাদেশ এর উপদেষ্টা রেভারেন্ড মিতচুউইকি আরিথুমি, পথশিশু সেবা সংগঠনের পরিচালক ব্রাদার লুইজি পিমে, প্রবর্তক সংঘের চেয়ারম্যান অ্যাডভোকেট সুভাষ চন্দ্র লালা, জেনারেল সেক্রেটারি তিনকড়ি চক্রবর্তী, এনজিও প্রতিনিধি অ্যাম্ব্রোজ গোমেজ, আরএফপি জাপান চ্যাপটারের নির্বাহী সদস্য ইয়োসিডা আচিয়া ও মিনাকো ইডেয়ি। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন আরএফপি বাংলাদেশ চ্যাপ্টারের সহকারী জেনারেল সেক্রেটারি দিলীপ বড়ুয়া। আলোচনা পর্বে জাপানি ভাষার বাংলাকরণ উপস্থাপন করেন রিশো কোসেই-কেই বাংলাদেশ এর কর্মকর্তা কাঞ্চন বড়ুয়া।
সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। সকালে প্রবর্তক মোড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে কর্মসূচির সূচনা ঘটে। শিশু অধিকার বিষয়ক প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে সেন্টার ফর নন- কিলিং অ্যান্ড ডেভেলপমেন্ট, নুরুল ইসলাম বিএসসি হোপ ৮৭ ভ্রাম্যমাণ প্রাথমিক বিদ্যালয়, পথশিশু সেবা সংগঠন, ঋষি কৌশিকায়, প্রবর্তক সংঘ এবং প্রত্যাশা’র শত শত শিশু ও তাদের অভিভাবকরা এতে অংশ নেন। বিজ্ঞপ্তি