সুদীপ্ত হত্যার আসামি জাহেদ গ্রেপ্তার

45

টহল পুলিশকে পাথর নিক্ষেপ করে গ্রেপ্তার হয়েছেন ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলার এক আসামি। পাথরের আঘাতে আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। গত শনিবার রাতে নগরীর খুলশী থানার ইস্পাহানি মোড়ে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মো. জাহেদ (২৫) নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার আসামি।
জাহেদ আগে একবার গ্রেপ্তার হয়ে জামিনে ছাড়া পেয়েছিলেন বলে জানান খুলশী থানার ওসি প্রণব চৌধুরী। পাথর নিক্ষেপের ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন- খুলশী থানার এসআই আনোয়ার হোসেন, এএসআই রতন ও কনস্টেবল মো. মনির।
ওসি প্রণব জানান, রাত সাড়ে ১১টার দিকে খুলশী থানা পুলিশের একটি টহল দল ইস্পাহানী মোড়ে গেলে জাহেদ তার অনুসারীদের নিয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ধাওয়া করে জাহেদকে গ্রেপ্তার করে।
২০১৭ সালের ৬ অক্টোবর সকালে দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। এ ঘটনায় সুদীপ্তের বাবা বাদী হয়ে সদরঘাট থানায় অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।