সুদানে গুলিতে শিক্ষার্থী নিহতের পর স্কুল বন্ধের নির্দেশ

17

সুদানের নর্থ করদোফান রাজ্যে এক বিক্ষোভ কর্মসূচিতে স্নাইপার ও বন্দুকধারীদের গুলিতে ৪ শিক্ষার্থীসহ ৫ জন নিহত হওয়ার পর দেশজুড়ে তুমুল বিক্ষোভের মধ্যে কর্তৃপক্ষ দেশটির সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ক্ষমতাসীন সেনা কাউন্সিল বুধবার থেকে এ নির্দেশ কার্যকর করতে বলেছে বলে জানিয়েছে সুদানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। হত্যাকান্ডের প্রতিবাদে মঙ্গলবার রাজধানী খার্তুমসহ দেশটির বেশ কয়েকটি শহরে শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ দেখানোর পর স্কুল বন্ধের এ আদেশ আসে বলে বিবিসি জানিয়েছে। জ্বালানি ও রুটির ঘাটতি নিয়ে সোমবার নর্থ করদোফানের এল-ওবেইদে ওই বিক্ষোভ হয়েছিল। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে বিক্ষোভে অংশ নেওয়া স্কুল শিক্ষার্থীদের স্লোগান দিতেও দেখা গেছে; এরপর ব্যাপক গুলির শব্দে তাদের আর্তচিৎকার ঢাকা পড়ে যায়।
সুদানের একটি হাসপাতালে তোলা কয়েকটি ছবিতে হতাহতদের রক্তাক্ত ছবি দেখা গেছে। বিক্ষোভকারীরা এ গুলির ঘটনায় আধাসামরিক র্যা পিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করছেন। ঘটনার পরপরই কর্তৃপক্ষ এলাকাটিতে জরুরি অবস্থা ও সান্ধ্য আইন জারি করে। সুদানের সেনা কাউন্সিলের চেয়ারম্যান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান ঘটনার নিন্দা জানিয়েছেন। “এল-ওবেইদে যা ঘটেছে, তা দুঃখজনক। শান্তিপূর্ণ বেসামরিক নাগরিকদের হত্যা অগ্রহণযোগ্য অপরাধ, এর দ্রুত জবাবদিহিতা প্রয়োজন,” উদ্ধৃতি দিয়ে তিনি এমনটাই বলেছেন বলে সুদানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।