সুদভিত্তিক ব্যবসা-বাণিজ্য অর্থনৈতিক শোষণের এক জঘন্য হাতিয়ার

28

বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব হযরত মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ নুরী বলেছেন, এক শ্রেনীর মুসলমানদের কোরআন-হাদিস তথা ইসলামি শরীআর জ্ঞান না থাকার দরূন তারা এক দিকে নামাজ, রোজা ও হজ্ব, ওমরা থেকে শুরু করে স্বীয় পীর মুর্শিদদের দেয়া সবক যেমন আদায় করেন তেমনি সুদী কারবার এবং সুদ ভিত্তিক ব্যবসা-বাণিজ্যও সমান তালে চালিযে যাচ্ছেন অথচ সুদী লেন-দেনকে আল্লাহ ও তাঁর রাসুলরে (স:) বিরুদ্ধে যুদ্ব করার সামিল বলে ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, ইসলামি শরীআতে মানুষের জীবন কর্মে যাবতীয় অসৎ কাজের মধ্যে সুদকেই সবচেয়ে মারাতœক পাপ হিসেবে গন্য করা হয়েছে। মাওলানা নূরী গত মঙ্গলবার চট্টগ্রাম চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির আয়োজিতি এক বিশাল মিলাদুন্নবী (স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন সুদ মানবতার জন্য চরম অভিশাপ ও অথনৈতিক শোষণের এক জঘন্য হাতিয়ার। কারণ সুদ ভিত্তিক ঋণ ও ব্যবসা বানিজ্য সুদ খোরদের মধ্যে অর্থ লিপসা, স্বার্থপরতা ও সহনুভূতিহীন দৃষ্টি ভংগির সৃষ্টি করে দেয় বিধায় রাসুল করিম (সঃ) সুদী ব্যবস্থার বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। মাওলানা নূরী আরো বলেন, রাসুলে করিম (সঃ) ও সাহাবায়ে কেরামদের জীবনে কখনো এক মুহর্তের জন্য সুদ স্পর্শ করেন নি। তাই প্রত্যেক মুসলমানদের হালালকে গ্রহণ এবং হারামকে বর্জন করাই হতে হবে তাদের জীবনের প্রকৃত মিশন। চাকতাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান খালেদ পারভেজর সভাপতিত্বে অনুষ্টিত মাহফিলে বিশেষ বক্তার বক্তব্য রাখেন বোয়ালখালী জৈষ্ঠপুরা ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহসেন আল হোসাইনী ও মাওলানা ইমরানুল হক সাঈদ প্রমুখ। বিজ্ঞপ্তি