সুখছড়িতে দক্ষিণেশ্বরী কালী মন্দিরে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব

44

লোহাগাড়া উপজেলার পূর্ব সুখছড়ী উত্তর কলাউজান (তহশীলদার পাড়া) শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীমায়ের শ্রীবিগ্রহের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উপলক্ষে গত ১৫ মার্চ মহতী ধর্মসভা ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচির মধ্যদিয়ে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। রবি শংকর দাশের সভাপতিত্বে ও অনুপম দাশের সঞ্চালনায় ১ম পর্বের ধর্মসভায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন অনুষ্ঠানের উদ্বোধন করেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রকৌশলী আশুতোষ দাশ। প্রধান অতিথি ছিলেন ধর্মানুরাগী রঞ্জন কুমার সাহা। সংবর্ধিত অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি ও সাবেক ভাইস-চেয়ারম্যান নিবাস দাশ সাগর এবং কক্সবাজার শ্রীশ্রী কৃষ্ণানন্দ ধামের সভাপতি কাউন্সিলর রাজবিহারী দাশ। প্রধান ধর্মীয় বক্তা ছিলেন উখিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক অজিত কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা. রিটন দাশ, এড. কেশব আচার্য্য, বাংলাদেশ বৈদিক পরিষদ দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি ব্যাংকার নারায়ণ কান্তি দাশ। স্বাগত বক্তব্য রাখেন সুনিল কান্তি দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দীপক সাহা, মাস্টার মৃদুল কান্তি দাশ, স্বপন মজুমদার, রতন কান্তি দাশ, পুলক দাশ, সুজন দাশ প্রমুখ। বেতার ও টিভি শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ২য় পর্বে খ্যাতনামা কীর্তনীয়া দলের অংশগ্রহণে ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি