সীতাকুন্ড স্টেশন প্লাটফর্মে জনসচেতনমূলক সভা

107

ট্রেনে পাথর নিক্ষেপ রোধ ও দূর্ঘটনা প্রতিরোধকল্পে চট্টগ্রামের সীতাকুন্ডে জনসচেতনতা মূলক সভার আয়োজন করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ (জিআরপি)। সোমবার সকালে সীতাকুন্ড রেলওয়ে স্টেশন প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেলওয়ের জিআরপি পুলিশের ওসি মো. আকবর হোসেন, স্টেশন মাস্টার মতিলাল বড়–য়া, পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, মডেল থানার উপ-পরিদর্শক হারুনূর রশিদসহ প্রমুখ। বক্তারা ট্রেনে পাথর নিক্ষেপের ব্যাপারে উপস্থিত সবাইকে সচেতন হওয়ার জন্য আহবান জানায় এবং নিক্ষেপকারীকে দেখা মাত্র যে কোন ভাবে আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করার জন্য গুরুত্বারোপ করেন। রেললাইনে কানে হেডফোন দিয়ে মোবাইলে কথা বলার সময় প্রায় ট্রেন দূর্ঘটনার শিকার হতে দেখা যায়। তার উপরও সবাইকে সচেতন হতে বলেন এবং সবাই সচেতন করাতে অনুরোধ জানান। একইভাবে রেল লাইনের পাশে গড়ে উঠা বস্তি উচ্ছেদ করারও পরামর্শ প্রদান করেন এবং বস্তিতে বসবাসকারি ছোট ছোট ছেলে অথবা নেশাগ্রস্থ যুবকরা বেশির ভাগ ক্ষেত্রে রেলে চলাচলকারি ট্রেনে পাথর নিক্ষেপ করেন। রেললাইনের পাশে বস্তি উচ্ছেদ করা গেলে ট্রেনে পাথর নিক্ষেপ কমে আসবে বলে উপস্থিত সকলে উপস্থাপন করেন।