সীতাকুন্ড শঙ্কর মঠে সপ্তাহব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালা সম্পন্ন

20

আচার্যপাদ পরমহংস শ্রী স্বরূপানন্দগিরি মহারাজের ১৪৮তম, যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১১তম শুভ আবির্ভাব ও অখন্ড গীতাপাঠের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালাসহ বিশ্বশান্তি শ্রী শ্রীগীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন শুক্রবার মধ্যরাতে সম্পন্ন হয়েছে। গত ১৬ নভেম্বর থেকে শঙ্কর মঠ অঙ্গনে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের সমাপনী দিন গত ২২ নভেম্বর শঙ্কর মঠ ও মিশন প্রাঙ্গণে গীতাহিমাদ্রী স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ঈশ্বর চিন্তা ও বেদান্ত দর্শন শীর্ষক সনাতন ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। মঠের অধ্যক্ষ শ্রী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্ম মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জী। বিশেষ অতিথি ছিলেন সীতাকুন্ড স্রাইন কমিটির সাধারণ সম্পাদক এড. চন্দন দাশ, অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী, অমৃত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এমডি ভানু রঞ্জন দে। প্রধান ধর্মীয় বক্তা ছিলেন ধর্মভাষক সাহিত্য ও সংস্কৃতি সমীক্ষক সুদর্শন চক্রবর্তী। এতে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর কেশব কুমার চৌধুরী।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন পরমহংস শ্রীমৎ পরমানন্দ সরস্বতী মহারাজ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন সন্তোষ কুমার নন্দী, ইঞ্জিনিয়ার সুবল চন্দ্র শীল, দিলীপ কুমার শীল, সুলাল কান্তি চৌধুরী, গোপাল পাল, সমীর কান্তি পাল, রনজিৎ কুমার মল্লিক, মাস্টার অজিত কুমার শীল, বাসুদেব দাশ, অজিত কুমার শীল, প্রকৌশলী অমল কান্তি চৌধুরী, রনধীর ঘোষ রায় প্রমুখ। বিজ্ঞপ্তি