সীতাকুন্ড যুবাইদিয়া মহিলা মাদ্রাসা পরিদর্শনে ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্য

228

সীতাকুন্ড যুবাইদিয়া ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসা পরিদর্শন করেছেন ইসলামী আরবি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ আহসান উল্লাহ ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল (স্নাতক) বিষয়ক কেন্দ্র ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী। রবিবার সকাল ১০টায় মাদ্রাসার একাডেমিক, প্রশাসনিক, আর্থিক ও এতদসংশ্লিষ্ট বিভাগসমূহ সরেজমিনে পরিদর্শন করেন এ দুই উপাচার্য। যুবাইদিয়া মহিলা মাদ্রাসায় ফাজিল শ্রেণী চালুর জন্য মাদ্রাসা অধ্যক্ষ ও সচিব মাওলানা নুরুল কবিরের আবেদনের প্রেক্ষিতে পরিদর্শনে আসেন তারা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, যুবাইদিয়া ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও সীতাকুন্ড পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম, মাদ্রাসার অধ্যক্ষ ও সচিব মাওলানা নুরুল কবির মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য নুরুল ইসলাম,মাদ্রাসার উদ্যোক্তা অধ্যাপক নুরুল আলম সিদ্দিকী, দাতা সদস্য মো. নজরুল ইসলাম, সীতাকুন্ড কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক, বিশিষ্ট সমাজসেবক আবুল হোসাইন, অভিভাবক সদস্য সাইফুদ্দিন বাবুল, মো. আলাউদ্দিন আযাদ, ইমাম উদ্দিন, নুর মোস্তাফা, মো.জাহাঙ্গীর আলম বিএসসি প্রমুখ।