সীতাকুন্ড প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় সভা

38

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে পৌরসদর বাজারে যানবাহন চলাচলে শৃঙ্খলা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ী বাজার সমিতি, যানবাহন নিয়ন্ত্রনকারি সংস্থা ও পুলিশ প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সীতাকুন্ড মডেল থানায় ওসির কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মডেল থানার ওসি মো. দেলওয়ার হোসেন, তদন্ত মো. আফজল হোসেন, ব্যবসায়ী বাজার কমিটির সভাপতি মো. নাছির উদ্দিন, সহ-সভাপতি মো. খুরশেদসহ পরিবহনের লোকজন। সভায় ওসি বলেন রাত দশটার আগে বাজারে কোন পন্যবাহি গাড়ি প্রবেশ করতে পারবে না। বাজারে পাকিং সমস্যা নিরসনে উত্তর ও দক্ষিণ দিকে দুটি পাকিং ব্যবস্থা করতে হবে। একইভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে গাড়ি যোগে এসে যাত্রীরা নামার বাজার সড়ক হয়ে বাজারে প্রবেশ করে। তাই নামার বাজার সড়কে প্রতিনিয়ন একজন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবে আসন্ন ঈদ পর্যন্ত।