সীতাকুন্ড নন্দনপুর লোকনাথ সেবাশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব

53

সীতাকুন্ড উপজেলার নন্দনপুর শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গত ১৩ ও ১৪ মার্চ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সেবাশ্রমের সভাপতি দেবব্রত নাথ (রানা) এর সভাপতিত্বে ১ম পর্বে ধর্মসম্মেলনে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন শ্রীমৎ সনাতন গোস্বামী ও শ্রীমৎ মিটন ব্রহ্মচারী। আশীর্বাদক ছিলেন শ্রীমৎ জীবনানন্দ মহারাজ। উদ্বোধক ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টী জীতেন্দ্র প্রসাদ নাথ মন্টু। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলশাদ, বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। গোপাল চক্রবর্তী, শিবু দাশ ও সঞ্জয় চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন পূজা উদ্যাপন পরিষদ নেত্রী রুনু দেবী, মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রিয়তোষ চক্রবর্তী, অর্থ সম্পাদক কার্তিক দেবনাথ (সুকান্ত) প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন শিপন নন্দী ও মুন্নি দেবী। ২য় দিবসে অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন ও ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ মন্দির নির্মাণের জন্য দেড় লক্ষ টাকা অনুদান প্রদান করেন এবং নেতৃবৃন্দ মন্দিরের অসমাপ্ত কাজ শেষ করার জন্য চিত্তবান ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি