সীতাকুন্ডে সিপিপি’র ডেঙ্গু সচেনতায় র‌্যালি ও সভা

21

চট্টগ্রামের সীতাকুন্ডে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচি (সিপিপি) উপজেলা শাখার পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র‌্যালি ও সভা করেছে। গত মঙ্গলবার দিনব্যাপি উপজেলার বিভিন্ন ইউনিয়নে সভা ও র‌্যালি শেষে ১নং সৈয়দপুর ও ৫নং বাড়বকুন্ড কাকলী ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করেছেন। সংগঠনের উপজেলা টিম লিডার মো.শাহজাহানের সভাপতিত্বে ও বাড়বকুন্ড ইউনিয়ন টিম লিডার মাহতাবের পরিচালনায় উপস্থিত ছিলেন ইউনিট টিম লিডার মহিউদ্দিন জামশেদ,বারৈয়াঢালা টিম লিডার মান্নান, সৈয়দপুরের জেবল হোসেন ও হারুনসহ বিভিন্ন ইউনিয়নের সদস্যবৃন্দ। এ সময় বক্তারা বলেন, কয়েকদিন গায়ে জ্বর থাকলে আমরা ডেঙ্গু রোগের রক্ত পরীক্ষা করে হাসপাতালে ভর্তি হই। এটাকে কোনভাবে হেলা করে দেখা যাবে না। আর এই ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশ-পাশ নালা-নর্দমা পরিস্কার রাখি। এডিস মশামুক্ত বাংলাদেশ গড়ি।