সীতাকুন্ডে মুক্তিযোদ্ধার ওপর হামলা

40

সীতাকুন্ডে আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মিটিং শেষে বাড়ি ফেরার পথে মো. নুর ইসলাম (৬৭) নামে এক মুক্তিযোদ্ধার উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ৭টার সময় উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের দক্ষিণ টেরিয়াইল সড়কের কান্তা রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা নূর ইসলাম পূর্ব লালানগর এলাকার মৃত আবদুল মজিদের পুত্র ও বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
সূত্র জানায়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্দ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আলিম উল্ল্যাহ সভাপতিত্বে পৌরসদর উত্তর বাজার অস্থায়ী কার্যালয়ে নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাব উদ্দিন, যুদ্ধকালীন থানা কমান্ডার কাজী সিরাজুল আলম। মতবিনিময় সভা শেষে মুক্তিযোদ্ধা নুর ইসলাম সীতাকুন্ড পৌর সদর এলাকা থেকে গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছিলেন। কান্তা ভ‚ইয়া রাস্তা মাথা এলাকায় গাড়ি থেকে নামার সাথে সাথে স্থানীয় যুবক রেজাউল করিম জিনাসহ তিনজন অকথ্য ভাষায় গাল মন্দ করে এবং হামলা চালায়। এসময় স্থানীয়রা এসে মুক্তিযোদ্ধা নুর ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা নুর ইসলাম বলেন, আমি নির্বাচনী মত বিনিময় সভা শেষে বাড়ির কাছে আসলেই রেজাউল করিম জিনাসহ কয়েকজন যুবক অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা শিবিরের তালিকাভুক্ত সন্ত্রাসী। তারা শহর থেকে গ্রামে এসে এসব ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় বলেও জানান তিনি।
এ বিষয়ে সীতাকুন্ড থানার অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনার তদন্তকাজ শুরু হয়েছে।