সীতাকুন্ডে বিএফআরআই’র কর্মশালা

48

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর উদ্ভাবিত প্রযুক্তি পরিচিত বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ গবেষণা বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম ষোলশহর এর আয়োজনে সীতাকুন্ড উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। চট্টগ্রাম বিভাগীয় বন গবেষণা ইনস্টিটিউট কর্মকর্তা ড.ডেইজী বিশ্বাসের সভাপতিত্বে ও সহকারী বন গবেষণা ইনস্টিটিউট কর্মকর্তা জহিরুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহবুবুল হক, স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর ইউনিটের আহবায়ক মো. আনিসুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেন মোল্লা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিন, সীতাকুÐ প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, শিক্ষা অফিসার মো. নুরুচ্ছাফা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সমাজ সেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম।
কর্মশালায় বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর উদ্ভাবিত নতুন নতুন উদ্ভাবিত প্রযুক্তি বিষয়ক ধারণা ও এবং আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সীতাকুন্ড বন গবেষণা কেন্দ্রের স্টেশন কর্মকর্তা মো. গোলাম রসুল,সহকারী কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান প্রমুখ। কর্মশালায় উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন এলাকার নাসার্রি ও করাতকলের মালিকগণ।