সীতাকুন্ডে প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার উদ্বোধন

68

মহান মুক্তিযোদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ নতুন প্রজন্ম ও কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে সীতাকুন্ড সদর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্ণারের শুভ উদ্বোধন করা হয়েছে। একই সাথে মানবতার দেয়াল, সততা স্টোর, লস্ট এন্ড ফাউন্ড বক্স এর উদ্বোধন করেন প্রধান অতিথি। গত রবিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুচ্ছোফা সভাপতিত্বে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্ণার প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠতে পরবর্তী প্রজন্মের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ কর্ণারে স্থান পাওয়া মুক্তিযুদ্ধের স্থিরচিত্র, তথ্য, ইতিহাস, বঙ্গবন্ধু ও স্বাধীনতার দৃশ্যপট কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বাঙালির বীরত্বগাথা গৌরবোজ্জ্বল ইতিহাসের সঠিক শিক্ষায় বেড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দিন সোহেল ও বিদ্যালয় প্রধান শিক্ষিকা নুরুন নাহার রিনাসহ প্রমুখ। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন সোহেল বলেন,‘মুক্তিযোদ্ধের চেতনায় গড়ে উঠতে পরবর্তী প্রজম্মের জন্য ‘বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্ণার’ খুবই গুরুত্বপূর্ণ। এ কর্ণার থেকে কোমলমতি শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর, রাজনৈতিক তথা সমগ্র জীবন ও মুক্তিযোদ্ধের সঠিক ধারনা অর্জন করবে। পাশাপাশি সঠিক ইতিহাস জেনে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে আরো অগ্রসর হবে প্রজন্মরা।’ বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্ণার উদ্বোধনের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়ের সততা ষ্টোর ঘুরে দেখেন এবং কোমলমতি শিক্ষার্থীদের সাঁতারের প্রশিক্ষণ দেওয়ার সময় প্রধান অতিথি নিজেই সময় ক্ষেপন করে উপভোগ করেন।