সীতাকুন্ডে করোনা ভাইরাস আক্রান্তদের জন্য তৈরি হচ্ছে ফিল্ড হাসপাতাল

137

চট্টগ্রামের সীতাকুন্ডে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্যদেশের প্রথম ফিল্ড হাসপাতাল নির্মাণ করবে নাভানা গ্রূপ। রবিবার বিকালে নাভানা গ্রূপের প্রদত্ত সাড়ে ৬হাজার আয়তনের অবকাঠামোটি হাসপাতাল-উপযোগী করে গড়ে তোলার অগ্রগতি পরিদর্শন করেন চট্টগ্রাম-৪ সীতাকুন্ড আসনের সংসদসদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি। তিনি বলেন, হাসপাতাল নির্মাণ একটি মহৎ চেষ্টা ও অবিস্বরণীয় উদ্দ্যোগ। আমি খুবই সোভাগ্যবান এমপি, কারণ আমার সংসদীয় এলাকাতে প্রথম ফিল্ড হাসপাতাল হচ্ছে। এ উদ্যোগকে সফল করে দ্রুত চিকিৎসাসেবা শুরু করতে সীতাকুন্ডবাসির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বলেন এ হাসপাতালটি খুব দ্রুত সময়ের মধ্যে হবেই। এজন্য যা যা প্রয়োজন সব সহযোগিতা করা হবে। তিনি আরো বলেন, বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে গত ৮ মার্চ করোনা রোগীটি আমি নিজেই হতে পারতাম। প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্য বাড়ছে। আগামী ১০-১৫দিন পর দেশের কি পরিস্থিতি হবে তা আমরা কেউ জানি না। তাই আমাদের সর্বাত্মক প্রস্ততি থাকতে হবে। করোনা-আক্রান্তদের চিকিৎসায় সব্বোর্চ মানবিক বোধ নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। নিজ এলাকায় করোনা আক্রান্ত ও করোনা রোগীদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করবেন বলেও তিনি জানান। একই সময় ভাটিয়ারি স্টেশন রোড এলাকায় অবস্থিত বিএসবিএস হাসপাতালটি পরিদর্শন করেন এবং উদ্দ্যোক্তাদের আস্বস্ত করেন প্রয়োজনে করোনা আক্রান্তদের সেবায় এই হাসপাতালটি ব্যবহার করা যাবে। পরিদর্শনকালে এমপিকে স্বাগত জানান হাসপাতালটির উদ্দ্যোক্ত স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়য়া, চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান, একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মহিলা কাউন্সিলর ও নারী নেত্রী এডভোকেট রেহানা বেগম রানু ও নাভানা গ্রূপের কর্মকর্তা জ্যোতির্ময় ধরসহ প্রমুখ। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দোগতারা আশাবাদ ব্যক্ত করেন এবং বলেন,‘আগামী ২০ এপ্রিল থেকে প্রাথমিকভাবে ১৫ শয্যা দিয়ে করোনা-আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হবে নির্মিতব্য ফিল্ড হাসপাতালে। এ লক্ষে প্রয়োজনীয় সংস্কার,সংযোজন ও নির্মাণ করাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।