সীতাকুন্ডে ইকোট্যুরিজম বিষয়ক কর্মশালা

34

সীতাকুন্ডে ইপসা কতৃক আযোজিত স্থানীয় নেতৃবর্গের অংশগ্রহনে ইকোট্যুরিজম বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২ এপ্রিল উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ নাজিম উদ্দিন। তিনি বলেন, জনসাধারণের বিভিন্ন সামাজিক কাজে ইপসা গুরুত্ব সহকারে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ট্যুরিস্ট সার্ভিস প্রোভাইডারদের উন্নয়নে ও তাদের ট্যুরিজম ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।’ এ সময় বক্তব্য রাখেন ইকোট্যুরিজম প্রকল্প ব্যবস্থাপক জিমি রায়, লিডার ট্যুরস এন্ড ট্রাভেলস‘র স্বত্তাধিকারি আশুতোষ চৌধুরী, ভাটিয়ারি ইউপি সকল পুরুষ ও মহিলা সদস্যরা এবং রেডিও সাগর সীতাকুন্ড প্রতিনিধিসহ প্রমুখ।

শ্রীপুর নববর্ষ উদ্যাপন
পরিষদ গঠন

বোয়ালখালী উপজেলার শ্রীপুরে প্রতি বছরের ন্যায় এই বছরও পহেলা বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দকে বরণ এবং উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা গত ১ এপ্রিল শ্রীপুর গ্রামবাসীর উদ্যোগে পলাশ মল্লিকের সভাপতিত্বে শ্রীপুর কালীবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পরিষদের উপদেষ্টা মিথুন চৌধুরী চন্দন ও সদস্য সচিব সুমন মল্লিকের যৌথ সঞ্চলনায় বিগত বছরের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ রিমন মজুমদার। সভায় বর্ষবরণের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন শিক্ষক শ্যামল মজুমদার, শিক্ষক অজয় কুমার চৌধুরী, পংকজ চৌধুরী, শ্রীকান্ত মজুমদার প্রমুখ। সভার শুরুতে সদ্য প্রয়াত পরিষদের সাবেক আহবায়ক রাজীব মল্লিকের অকাল মৃত্যুতে আত্মার সদগতি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় সকলের সর্বসম্মতিক্রমে পলাশ মল্লিককে আহবায়ক, পংকজ চৌধুরীকে যুগ্ম আহবায়ক, সুমন মল্লিককে সদস্য সচিব এবং জয় দে ও সুকান্ত মজুমদারকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট নববর্ষ উদ্যাপন পরিষদ গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন শৈবাল পাল, অনুপ বসাক, অসীম পাল, সঞ্জয় ভক্ত, রোহিত মজুমদার, বিশ্বজিৎ তালুকদার, পংকজ দে, বিপ্লব দে, ছোটন দে, পুলক দে, নিউটন দে, সুকান্ত চৌধুরী, রয়েল চৌধুরী, রুবেল তালুকদার, হিলটন তালুকদার, চমক চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি