সিসিপিএ চ্যারিটেবল র‌্যাপিড রেটিং দাবা শুরু ১২ জুলাই

18

সাবেক জাতীয় দাবা খেলোয়াড় বকুল বড়ূয়ার কিডনী রোগের চিকিৎসা সহযোগিতার লক্ষ্যে সিসিপিএ চ্যারিটেবল ফিদে র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা আগামী ১২ জুলাই বিকাল ৩ টায় সিজেকেএস জিমন্যাশিয়ামস্থ দাবা কার্যালয়ে শুরু হবে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির ব্যবস্থাপনায় এবং বিশ্ব দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে কর্তৃক অনুমোদিত এই দাবা প্রতিযোগিতা দিনব্যাপী অনুষ্ঠিত হবে। সকলের জন্য উম্মুক্ত এই প্রতিযোগিতা ১০ মি: + ৫ সে: সময়ে ৭ রাউন্ড সুইচলীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতা হতে অর্জিত অর্থ জাতীয় দাবাড়ু বকুল বড়ুয়ার চিকিৎসার ব্যয় করা হবে। বিজয়ীদের মধ্যে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। রেজিষ্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৩ (তিনশত) টাকা। আগামী ১১ জুলাই রাত ৮ টার মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করিতে হইবে। রেজিস্ট্রেশন এবং বিস্তারিত জানার জন্য জাহাঙ্গীর আলম (মোবাইল নং- ০১৬৪২-৮৬৮৩২৩) বা এম.এ আজিজ স্টেডিয়াম জিমন্যাশিয়ামস্থ দাবা কার্যালয়ে সন্ধ্যা ৭ টা হতে রাত ৯ টা পর্যন্ত বিকাশে (পার্সোনাল নাম্বার ০১৮১৫-৬৭৫৭১৩) রেজিষ্ট্রেশন করা যাবে।