সিসিএ’র ক্ষুদে ক্রিকেটারদের আনন্দ সম্মিলন

38

চট্টগ্রামের প্রাতিষ্ঠানিক ক্রিকেট শিক্ষার পথিকৃৎ চিটাগাং ক্রিকেট অ্যাকাডেমির (সিসিএ) ক্ষুদে ক্রিকেটারদের সংগঠন সিসিএ কিড্সের বার্ষিক আনন্দ ভ্রমণ ও প্রীতি সম্মিলন গত ৮ মার্চ কাপ্তাই পাহাড়িকা পিকনিক স্পটে সম্পন্ন হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে সিসিএ ফ্যামিলির ক্রিকেটার-পরিবারের তিন শতাধিক সদস্যের সমাগম শেখ রাসেল এভিয়ারি ও ইকো পার্ক এবং প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত ভেন্যু পাহাড়িকা পিকনিক স্পটকে অপরূপ মাত্রা দান করে। ফটো সেশন, বিভিন্ন মজাদার খেলাধূলা, লেক ক্রুসিং, আকর্ষণীয় র‌্যাফেল ড্র ছাড়াও এ মিলন মেলার সবচেয়ে উপভোগ্য ইভেন্ট ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
খ্যাতনামা সংগীত শিল্পী শারমিন নাহিদা জাহান ও বিজয় বড়ুয়ার মনোমুগ্ধকর উপস্থাপনার পাশাপাশি সিসিএ ফ্যামিলির সদস্যদের উপস্থাপনা ছাড়াও খ্যাতনামা ক্রীড়া সাংবাদিক-ছড়াকার সুলতান মাহমুদ সেলিমের স্বরচিত ছড়ার আবৃত্তি অনুষ্ঠানে ভিন্ন স্বাদ যোগ করে। সিসিএ প্রধান নির্বাহী সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানমালার বিভিন্ন পর্ব পরিচালনা করেন সিসিএ কিড্স সভাপতি মো. ফরিদুল আলম, সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোশতাক আহমদ ও আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজল রায়, যুগ্ম সম্পাদক সরওয়ার উদ্দিন চৌধুরী ও সাহেদুল আবসার রিটু, সাংগঠনিক সম্পাদক এম এ সালাম, অর্থ সম্পাদক ফয়জুল্লাহ্ সুমন, রাঙ্গুনিয়ার সাংবাদিক মাসুদ নাসির প্রমুখ। উল্লেখ্য, চট্টগ্রামের প্রথম ক্রিকেট অ্যাকাডেমি (সিসিএ) খেলার পাশাপাশি পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ ভ্রমণেও পথিকৃৎ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করলো। বিজ্ঞপ্তি