-সিসান্দাকফুকিমে তুষারপাত পর্যটকদের ভিড়

105

নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে কনকনে ঠান্ডা নেমেছে। সেইসঙ্গে এখানকার সান্দাকফুতে গত কয়েকদিন ধরে তুষারপাত চলছে। তাছাড়া তুষারপাত হচ্ছে সিকিম রাজ্যেও। আর এর সৌন্দর্য দেখতে বিভিন্ন দেশের এসব সীমানা এলাকায় পর্যটকদের ব্যাপক ভিড় জমেছে। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, অপরূপ সৌন্দর্য্মন্ডিত সান্দাকফু-ফালুট, গৈরিবাস এবং সিকিমে গত ১৪ ডিসেম্বর হালকা তুষারপাত হয়েছিল। এরপর ১৭ ডিসেম্বর থেকে জায়গাগুলোতে একটানা তুষারপাত হচ্ছে। যার রূপ দেখতে কয়েকদিন ধরে দেশি-বিদেশি পর্যটকদের ঢল নামছে দার্জিলিং ও সিকিমজুড়ে। জনপ্রিয় পর্যটন এলাকাগুলোতে এখন তুষারপাতের কারণে গাছপালা হয়ে গেছে ধূসর বর্ণের। যা দর্শন করতে বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা যাচ্ছেন বরফের রাজ্যে। তবে এখানকার রাস্তাজুড়ে বরফ পড়ে যাওয়ায় যাওয়া-আসাতে কিছুটা সমস্যা হচ্ছে।