সিলেটেও শূন্য গ্যালারি!

58

গত ৫ জানুয়ারি শের-ই বাংলায় অনেকটা ফাঁকা গ্যালারিকে স্বাক্ষী রেখে শুরু হয়েছিল বিপিএলের ষষ্ঠ আসর। ধারণা করা হয়েছিল, কর্মব্যস্ত ঢাকা থেকে চায়ের শহর সিলেটে ভক্ত সমাগমে জমজমাট হয়ে উঠবে টুর্নামেন্টটি। কিন্তু না, ঘুরে-ফিরে মিরপুরের চিত্রই ফুটে উঠলো সিলেট আন্তজার্তিক স্টেডিয়ামে। সিলেটের আগে ঢাকায় প্রথম পর্বের মোট ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ ছিল শুধু মাত্র ১১ জানুয়ারি ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্সের ম্যাচটি। এছাড়া ঢাকা ডায়নামাইটসের ম্যাচে হাতে গোনা কিছু দর্শক ছিল। বাকি ম্যাচগুলোতে দর্শক হাহাকার ছিল শের-ই বাংলায়। সিলেটেও ফাঁকা গ্যালারি দিয়ে যাত্রা করেছে এবারের বিপিএল। দিনের প্রথম ম্যাচে খুলনা টাইটানসের বিপক্ষে রাজশাহী কিংস। পুরো মাঠ ছিল দর্শকশূন্য। গ্রান্ড স্টান্ডে মিলেনি হাতেগোনা দশজন মানুষও। গ্রীণ গ্যালারিতে কিছু সংখ্যাক দেখা গেলেও বাকিটা পুরো ফাঁকা। দিনের অপর ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সার্সের মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে প্রথম ম্যাচটি দেখেই বুঝা যাচ্ছে স্বাগতিক দল ছাড়া বাকি ম্যাচগুলোতে দর্শক টানতে ব্যর্থ হতে পারে সিলেট আন্তজার্তিক স্টেডিয়ামও।