সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ২৭

45

সিরিয়ায় মার্কিন জোটের বিমান হামলায় ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জঙ্গি ও তাদের পরিবারের শিশুসহ ১৪ সদস্য প্রাণ হারিয়েছেন। শুক্রবার সিরিয়ার পূর্বাঞ্চলীয় একটি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া থেকে সেনা প্রত্যাহারে ঘোষণার ঠিক দুই দিন পর এমন হামলার ঘটনা ঘটলো। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান যুদ্ধ পর্যব্ক্ষেণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘আল শাফা অঞ্চলে শুক্রবার সকালে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন।’ তিনি আরও বলেন, নিহত ১৪ জন বেসামরিক নাগরিকের মধ্যে আটজন শিশু। এছাড়াও আরও অনেক মানুষ এই হামলায় মারাত্মকভাবে আহত হয়েছে বলেও জানান তিনি। আল শাফায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) কে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। সিরিয়ার ইউফ্রেতিস নদীর উপত্যকায় অবস্থিত আইএস’র নিয়ন্ত্রণে থাকা শেষ দুটি অঞ্চলের মধ্যে এটি অন্যতম।