সিরিয়ায় বিমান হামলায় ১০ দিনে নিহত শতাধিক

19

সিরিয়ায় গত ১০ দিনে দেশটির সরকারবিরোধী বিদ্রোহীদের ওপর প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর বিমান হামলায় অন্তত ১০৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৬ শিশুও রয়েছে। সিরিয়ার বিভিন্ন স্কুল, হাসপাতাল, মার্কেট ও বেকারিতে আসাদ বাহিনীর হামলায় এসব মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মাইকেল বেচলেট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোতে গত তিন মাসে আসাদ বাহিনীর হামলার ভয়াবহতায় বাস্তুচ্যুত হয়েছেন চার লাখেরও বেশি মানুষ।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মাইকেল বেচলেট বলেন, হামলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। দুর্ঘটনাবশত এসব ঘটেছে, এমনটা মনে করা অসম্ভব। অথচ আন্তর্জাতিক সম্প্রদায় এ ব্যাপারে উদাসীন। এদিকে সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনায় সম্প্রতি তুরস্ক সফর করেছেন যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত জেমস জেফ্রে। সফরে সিরিয়া ইস্যুতে তুর্কি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন মার্কিন দূত। সিরিয়া বিষয়ক বিশেষ মার্কিন দূত জেমস জেফ্রে যুক্তরাষ্ট্রের আইএসবিরোধী আন্তর্জাতিক জোটেরও বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে, তুরস্কের আমন্ত্রণেই এ সফরে গেছেন জেমস জেফ্রে।