‘সিরিয়ায় আইএস এলাকায় আটকা ২শ পরিবার’

72

সিরিয়ার পূর্বাঞ্চলে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত সর্বশেষ এলাকাটিতে আটকা পড়ে আছে প্রায় ২শ পরিবার। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাচেলে একথা জানিয়েছেন। নারী ও শিশুসহ আটকা পড়া ওই বেসামরিক নাগরিকদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার এক বিবৃতিতে ব্যাচেলে বলেছেন, “মানুষগুলোকে এলাকা ছেড়ে যেতে দিচ্ছে না চরমপন্থিরা। এলাকাটি সম্প্রতি ঘিরে রেখেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সিরীয় যোদ্ধারা।” “আটকা পড়া মানুষেরা সেখানে মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর স্থল ও বিমান হামলার পাশাপাশি এসডিএফ মিত্র বাহিনীর স্থল হামলারও শিকার হচ্ছে।”