সিরিজ জয়ের পথে দক্ষিণ আফ্রিকা

39

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ জয়ের পথে রয়েছে দক্ষিণ আফ্রিকা। গতকাল শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪০ রান সংগ্রহ করেছে পাকিস্তান।
২৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিন উইকেটে ২০৮ রান করেছে। জয়ের জন্য দরকার আর ৩৩ রান।
সিরিজে এখন ২-২ সমতা রয়েছে। সুতরাং, এই ম্যাচে যারা জয় পাবে তারাই সিরিজ জিতে নিবে।
বুধবার কেপটাউনে অনুষ্ঠিত ম্যাচটিতে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন ওপেনার ফখর জামান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করে অপরাজিত থাকেন ইমাদ ওয়াসিম। দক্ষিণ আফ্রিকার পক্ষে ডেল স্টেইন ১টি, কাগিসো রাবাদা ১টি, ডোয়াইন প্রিটোরিয়াস ২টি, উইয়ান মাল্ডার ১টি ও আন্দিল ফেহলাকওয়েও ২টি করে উইকেট শিকার করেন।
সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে জয় পেয়েছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেটে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ম্যাচে বৃষ্টি আইনে ১৩ রানে জয় পায় প্রোটিয়ারা। চতুর্থ ম্যাচে আট উইকেটে জয় পায় পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ইনিংস: ২৪০/৮ (৫০ ওভার)
(ইমাম-উল-হক ৮, ফখর জামান ৭০, বাবর আজম ২৪, মোহাম্মদ হাফিজ ১৭, শোয়েব মালিক ৩১, মোহাম্মদ রিজওয়ান ১০, শাদব খান ১৯, ইমাদ ওয়াসিম ৪৭*, মোহাম্মদ আমির ৬, শাহীন শাহ আফ্রিদি ০*; ডেল স্টেইন ১/৫১, ইমরান তাহির ০/৩৬, কাগিসো রাবাদা ১/৪৩, ডোয়াইন প্রিটোরিয়াস ২/৪৬, উইয়ান মাল্ডার ১/২০, আন্দিল ফেহলাকওয়েও ২/৪২)।