সিটি বাস সার্ভিস ৬ ও ১০ নম্বর রুটে পুলিশের অভিযান

59

মহানগরে সিটি বাসের ১০নং রুট এবং ৬ নম্বর রুটে নির্ধারিত স্টপেজ ভিত্তিক টিকেট পদ্ধতিতে বাস সার্ভিস চালু করবে মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। এরই সূত্র ধরে গাড়ি ও চালকদের রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স চেক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। গতকাল বুধবার টাইগার পাস মোড়ে সকাল সাড়ে ১০টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমদ খান। এ সময় নগর ট্রাফিক পুলিশের উপ কমিশনার (উত্তর) আমির জাফর, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল, লুসাই পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শমু, সিটি সার্ভিস ওনার্স এসোসিয়েশনের সভাপতি তরুণ দাশগুপ্ত ভানু, কালুরঘাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক অনুপ কাদেরী, মহানগর বাস মালিক সমিতির মহাসচিব প্রফেসর তৈয়ব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহমদ, সিটি বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল হকসহ পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযানে ১০নং রুট এবং ৬নং রুট সিটি বাসের রুট পারমিট ও চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হয়।