সিজেকেএস নির্বাচন : প্রদীপ ও হারুন নির্বাহী সদস্য নির্বাচিত

113

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সিজেকেএস কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর। তবে এর আগে উপজেলায় কোটায় সিজেকেএস কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সীতাকুÐ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টচার্য ও রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ হারুন আল রশীদ।
বুধবার সকালে এম এ আজিজ স্টেডিয়ামে আন্ত: উপজেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় গোপন ব্যালটের মাধ্যমে ২ জনকে বেছে নিয়েছে ১৫টি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকরা। এতে মোট ১৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সর্বোচ্চ ৮ ভোটে শীর্ষস্থান পেয়ে নির্বাচিত হন সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক কৃতি ফুটবলার প্রদীপ ভট্টচার্য। ২য় নমিনেশনের জন্য রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ হারুন আল রশীদ ও মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সমান ৭ ভোট করে পাওয়ায় পরে লটারির মাধ্যমে রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার হারুন আল রশীদ নির্বাচিত হন। নির্বাচন কমিশনার আন্তঃউপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস কে শামসুল আলম মাস্টার কোন পক্ষে না গিয়ে কাস্টিং ভোট পরিহার করে লটারির আশ্রয় নেন। পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম এ কাশেম লটারি টানলে নাম উঠে রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হারুন আল রশীদের। এবারের নির্বাচনে প্রার্থী হিসেবে আগ্রহী ছিলেন রাউজান উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গনি রানা এবং বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাফর ইকবালও। তবে তাঁরা আগেই সরে দাঁড়ান।
এদিকে নির্বাচন উপলক্ষে প্রকাশিত খসড়া ভোটার তালিকার উপর আপত্তি-নিষ্পত্তি শেষে আজ চ‚ড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। জানা গেছে, আমিন জুট মিল, হাফিজ জুট মিল, পাঁচলাইশ যুব সংঘ ও বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থাসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান এবার তাদের ভোটাধিকার হারাতে পারে।