সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ উদয়নকে গুঁড়িয়ে সবার আগে সুপার ফোরে এলিট পেইন্ট

15

 

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাকলিয়া কন্সট্রাকশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেট লিগে টানা তিন জয়ে গ্রুপ সেরা হয়ে সবার আগে সুপার ফোরের টিকিট পেয়েছে এলিট পেইন্ট রিক্রিয়েশন ক্লাব (আরসি)। গতকাল তারা তৃতীয় খেলায় মাদার বাড়ি উদয়ন ক্লাবকে ১২২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। এর আগে এলিট পেইন্ট প্রথম খেলায় চিটাগাং রয়ালের বিপক্ষে ৫ উইকেটে এবং দ্বিতীয় খেলায় ওপিএর বিপক্ষে ১২৫ রানে জয় পায়।
অন্যদিকে সমান তিন খেলায় হেরে পয়েন্টের খাতা খুলতে ব্যর্থ হয়ে অবনমন পর্ব রেলিগেশনে চলে গেছে মাদারবাড়ি উদয়ন সংঘ। উদ্বোধনী দিনে তারা ওপিএর কাছে হেরেছে ৭৫ রানে। দ্বিতীয় খেলায় চিটাগাং রয়ালের কাছে ৩ উইকেটে ধরাশায়ী হয়। আর তৃতীয় খেলায় গতকাল এলিট পেইন্টের কাছে পাত্তাই পায়নি। তবে মাদারবাড়ির বোলার তানজিদ এদিন চমৎকার নৈপুণ্য দেখিয়েছে। প্রতিপক্ষ এলিট পেইন্টের সাত ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন একাই।
নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নামে এলিট পেইন্ট আরসি। উদ্বোধনীর দুই ব্যাটার ইয়াসিন আরাফাত ও শাহনেওয়াজ দলকে অর্ধশত রান উপহার দেয়। তবে ১২তম ওভারে প্রথম বলে ইয়াসিন আরাফাতকে ব্যক্তিগত ১১ রানে তানজিদের বলে ফিরে গেলে ভাঙে জুটি। পরে দলীয় ৮৯ রানে শাহনেওয়াজ মোহাম্মদ হোসেনের বলে সাকিবের হাতে তালুবন্দি হয়ে ফিরে যাওয়ার পর শুরু হয় তানজিদের তান্ডব। তার ঘূর্ণিতে একে একে প্রতিপক্ষের সাত ব্যাটার প্যাভিলিয়নমুখি হয়। মাঝখানে দুটি উইকেট যায় ফকরুল ও শাহদাতের পকেটে। এলিট পেইন্ট ৪৭.২ ওভারে সবকটি উইকেট হারায় ২১৭ রানে। এলিট পেইন্টের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান আসে রবিউল হাসানের ব্যাট থেকে। এছাড়া শাহনেওয়াজ ৪৮, সানি দাশ ২২, রাকিবুল ১৭ ও জাহেদুল ১৪ রান করেন।
জবাবে ব্যাট করতে নামা মাদারবাড়ি উদয়ন সংঘ শুরু থেকেই প্রতিপক্ষের সম্মিলিত বোলিং তোপে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট দিয়ে আসার প্রতিযোগিতা মেতে উঠে। ২৯ রানে ৫ উইকেট হারানো মাদারবাড়ির ক্লাবটি অলআউট হয় ৯৫ রানে। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন শাহদাত হোসেন। অন্যদের মধ্যে মিজানুর রহমান ১৯ ও শাহনেওয়াজ ১১ রান করেন। আজকের খেলা:ওপিএ বনাম চিটাগাং রয়াল।