সিজেকেএস জাহেদ ব্রাদার্স প্রিমিয়ার ও প্রথম বিভাগ দাবা লিগ শুরু আজ

70

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও মেসার্স জাহেদ ব্রাদার্স’র পৃষ্ঠপোষকতায় সিজেকেএস-জাহেদ ব্রাদার্স প্রিমিয়ার ও প্রথম বিভাগ দাবা লিগ আজ বিকাল তিনটায় সিজেকেএস কনভেনশন হলে শুরু হতে যাচ্ছে। সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি থেকে আগামীকাল এ লিগের শুভ উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান মেসার্স জাহেদ এন্ড ব্রাদার্স’র প্রোপ্রাইটর ও দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক মো. জাহেদুল হক।
এ উপলক্ষে গতকাল অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সিজেকেএস দাবা কমিটির সম্পাদক তনিমা পারভিন। সম্মেলন থেকে জানা যায়, এবারের প্রিমিয়ার লিগে ৮টি দল এবং প্রথম বিভাগে মোট ১৯টি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। প্রিমিয়ার লিগের দলগুলো হলো : কোয়ালিটি স্পোর্টস ক্লাব, বোয়ালকালী উপজেলা ক্রীড়া সংস্থা, ফ্রেন্ডস ক্লাব, বাকলিয়া একাদশ, আগ্রাবাদ কমরেড ক্লাব, পিডিবি রিক্রিয়েশন ক্লাব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি, লিটল ব্রাদার্স।
প্রথম বিভাগ দাবা লিগের দলগুলো হল : উল্লাস ক্লাব, এলিট পেইন্ট আর.সি., গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী, সেবানিকেতন, ফায়ার সার্ভিস স্পোর্টস ক্লাব, এম.এইচ. স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ রেলওয়ে এস.এ, পাঁচলাইশ যুব সংঘ, শতদল, আগ্রাবাদ নওজোয়ান গ্রঢু, কর্ণফুলী ক্লাব,নবীন মেলা, বাংলাদেশ রেলওয়ে র‌্যাঞ্জার্স, আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা, মাদারবাড়ী উগয়ন সংঘ, স্টার ক্লাব। ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা।
প্রিমিয়ার লিগের ৮টি দলে ৪০ জন খেলোয়াড় এবং প্রথম বিভাগের ১৯টি দলে ৯৫ জন খেলোয়াড় মোট ১৩৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। এ লীগে ১জন জি এম, ১ জন আইএম, ৩জন এফ এম, ২ জন সি এম ও ৭০ জন রেটেড দাবাডু অংশগ্রহনের বিধান রাখা হয়েছে।
প্রিমিয়ার লিগের খেলা ৭ রাউন্ড রবীন লীগে এবং প্রথম বিভাগ এর খেলা সুইস লিগ পদ্ধতিতে ৭ রাউন্ডে অনুষ্ঠিত হবে।
লিগ সম্পন্ন করতে এক লক্ষ সত্তর হাজার টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। যার সমুদয় অর্থ স্পনসর প্রতিষ্ঠান মেসার্স জাহেদ এন্ড ব্রাদার্স প্রদান করবেন । এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, ও কাউন্সিলর এনামুল হক।