সিজেকেএস ক্রিকেট লিগ ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে

109

সিজেকেএস ক্রিকেট কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক যশোরে অনুষ্ঠিতব্য ৩৯তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৯ এ চট্টগ্রাম জেলা দলের অংশগ্রহনের নিমিত্তে সিজেকেএস প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০১৮-১৯ শুরুর পূর্ব নির্ধারিত তারিখ পিছিয়ে আগামী ৭ মার্চ ২০১৯ইং হতে প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু করা হবে। এতদসঙ্গে আগামী ২৫ ফেব্রুয়ারী ২০১৯ইং হতে ১ম বিভাগ ক্রিকেট লীগ শুরু করা হবে। এতদোপলক্ষে সিজেকেএস প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০১৮-১৯ এর দলসমূহকে আগামী ২৪ ফেব্রুয়ারী ২০১৯ইং এবং ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০১৮-১৯ এ অংশগ্রহণকারী দলসমূহকে আগামী ২০ ফেব্রুয়ারী ২০১৯ইং, সন্ধ্যা- ৭:০০ টার মধ্যে দলের কমপক্ষে ১৪ জন খেলোয়াড়ের নামের তালিকা এম.এ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস কার্যালয়ে জমা দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। ১৪ জনের কম খেলোয়াড়ের নামের তালিকা জমা দিলে ধরে নেয়া হবে ১৪ জনের নাম জমা দেয়া হয়েছে।
ভলিবল লীগ ২৪ ফেব্রুয়ারী শুরু
সিজেকেএস ভলিবল কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী ২৪ ফেব্রুয়ারী ২০১৯ইং থেকে সিজেকেএস প্রিমিয়ার ও ১ম বিভাগ ভলিবল লীগ ২০১৮-১৯ সি.আর.বি রেলওয়ে শিরীষতলায় শুরু করা হবে। এতদোপলক্ষে অংশগ্রহণকারী দলসমূহকে সিজেকেএস অফিস হতে প্রতিটি রেজিষ্ট্রেশন ফরম ৫০/- টাকা মূল্যে সংগ্রহ করে আগামী ২৩ ফেব্রুয়ারী ২০১৯ইং, রাত ৮ টার মধ্যে কমপক্ষে ৯ (নয়) জন খেলোয়াড়ের রেজিষ্ট্রেশন ফরম পূরণ করত : সিজেকেএস কার্যালয়ে জমা প্রদানের অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, যদি কোন দল ৯ জনের কম রেজিষ্ট্রেশন ফরম জমা দিলে ধরে নেওয়া হবে ৯ জনের রেজিষ্ট্রেশন ফরম জমা দিয়েছে। লটারীর মাধ্যমে নিম্নোক্তভাবে প্রিমিয়ার ও ১ম বিভাগের গ্রুপিং নির্ধারণ করা হয়:
প্রিমিয়ার গ্রুপিং:
গ্রুপ- ক : কাস্টম স্পোর্টস ক্লাব, আগ্রাবাদ কমরেড ক্লাব, রাইজিং স্টার ক্লাব, শতদল ক্লাব, গ্রুপ-খ : বাকলিয়া একাদশ, চিটাগাং রয়েল, ক্রিসেন্ট ক্লাব, রাইজিং স্টার ক্লাব জুনিয়র, গ্রুপ-গ : মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল), ইয়ং স্টার ক্লাব।
১ম বিভাগ গ্রুপিং :-
গ্রুপ- ক : আগ্রাবাদ নওজোয়ান গ্রীন, অগ্রনী সংঘ, চন্দনপুরা একাদশ, সিটি ক্লাব, গ্রুপ-খ : কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব, এলিট পেইন্ট আর, সি, চট্টগ্রাম ফুটবল ক্লাব, ইউনাইটেট স্পোর্টিং ক্লাব, গ্রুপ-গ : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি, চট্টগ্রাম ওয়াসা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ, সাউথ অ্যান্ড ক্লাব, কল্লোল সংঘ গ্রীন, গ্রুাপ-ঘ : কর্ণফুলী ক্লাব, গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী, শহীদ শাহজাহান সংঘ, বার্ডস স্পোর্টিং ক্লাব।